প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১১:২৩ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১১:২৯ এএম
অধিনায়ক শেই হোপের সঙ্গে বাদানুবাদের পরই এক প্রকার নিশ্চিত ছিল যে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন আলজারি জোসেফ। সেটাই হলো। রাগ করে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েও পার পেলেন না। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ওই ঘটনার পর আনুষ্ঠানিক বিবৃতিতে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিলেন জোসেফ। বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আমি বুঝতে পারছি আমার বিবেচনাহীন এ কাজের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। সবাইকে হতাশ করার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’ জোসেফের আকুতিতে অবশ্য মন গলেনি ক্রিকেট বোর্ডের। নিয়মের সর্বোচ্চ প্রয়োগই করেছে তারা। বোর্ডের শাস্তি ঘোষণার বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয়।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার এ ঘটনা ঘটে। বার্বাডোজে ম্যাচের চতুর্থ ওভারে বল করতে আসেন জোসেফ। তিনি তার মতো করে স্লিপে ফিল্ডিং সাজাতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক শেই হোপ তাতে সাড়া দেননি। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই রাখেন। ওই ওভারে জোসেফ ১টি উইকেট নেন। ওভার শেষে হোপের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করে আচমকা মাঠ ছেড়ে উঠে যান তিনি। তার রাগ দমাতে পারেননি কোচ ড্যারেন স্যামিও। ১ ওভার পর জোসেফের বদলি হিসেবে মাঠে নামানো হয় হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এরপর অবশ্য জোসেফ ডাগআউটে ফিরে আসেন। বেশ কিছুক্ষণ পর আবার মাঠে নামেন।