× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার ম্যাচ পর ইউরোপা লিগে জিতল ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১০:৪৬ এএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১১:০৫ এএম

জোড়া গোল করে দলকে জেতান আমাদ দিয়ালো। সংগৃহীত ছবি

জোড়া গোল করে দলকে জেতান আমাদ দিয়ালো। সংগৃহীত ছবি

উয়েফা ইউরোপা লিগে জয় পেতেই ভুলে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের প্রথম তিন ম্যাচেই পয়েন্ট খুইয়েছে দলটি। অবশেষে প্রতিযোগিতার নতুন আসরে ৩ পয়েন্টের স্বাদ নিল রেড ডেভিলরা। এরিক টেন হ্যাগ যা পারেননি সেটাই অর্জন করলেন অন্তর্বর্তী কোচ রুড ফন নিস্টলরয়।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের খেলায় পিএওকে সোলানিকাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে হয়েছে ২টি গোল। বিরতি থেকে ফেরার পঞ্চম মিনিটে ব্র্রুনো ফার্নান্দেসের ক্রসে হেড করে জালমুখ খোলেন আমাদ দিয়ালো। এরপর ম্যাচের ৭৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও আসে আইভরি কোস্টের এ তারকার পা থেকে।

এদিন দুই দলই ছিল প্রথম জয়ের খোঁজে। ওল্ড ট্র্যাফোর্ডে গ্রিক সফরকারীরাও সুযোগ খুঁজছিলেন। ম্যানইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা প্রথমার্ধে ম্যাডি কামারার একটি শট গোলবারের ওপর দিয়ে তুলে দেন। ৬৪ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল পিএওকে। কিন্তু আনমার্কড টারিল টিসোদালির শটে ওনানাকে পরাস্ত করার মতো যথেষ্ট জোর ছিল না। খেলার ১৩ মিনিট বাকি থাকতে আমাদ গোল করে জয় নিশ্চিত করেন।

চার ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট এখন ৬। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লাজিও। ২-এ আয়াক্স, ৩-এ গালাতাসারে। ম্যানইউকে প্রথম জয় এনে দেওয়ার নায়ক আমাদ বললেন, ‘ইউরোপে আমরা জিতেছিলাম অনেক দিন হয়ে গেল। এ মৌসুমে আমি দুর্ভাগা ছিলাম। সুতরাং আজ ২টি গোল করে খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জিতেছি।’ কয়েক দিন পর রুবেন আমোরিমকে দায়িত্ব ছেড়ে দিতে যাওয়া ফন নিস্টলরয় এ নিয়ে তিন ম্যাচই অপরাজিত থাকলেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথমার্ধটা আমাদের জন্য খারাপ ছিল। দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে ভালো, এটা পরিষ্কার কথা। (আমাদ) আজ তার গোল দিয় পার্থক্য গড়ে দিয়েছে কারণ তার গোলগুলো ছিল ধারালো। তাকে অভিনন্দন, ভালো খেলেছে।’

ইউরোপা লিগে গত রাতের ফলাফল

আয়াক্স ৫-০ মাকাবি তেল আবিব

এজে আলকমার ৩-১ ফেনারব্যাচ

ডায়নামো কিয়েভ ০-৪ ফেরেনকাভারোস

হোফেনহেইম ২-২ লিও

লাজিও ২-১ এফসি পোর্তো

ম্যানইউ ২-০ পিএওকে সোলানিকা

আরএফএস ১-১ আন্ডারলেখট

ভিক্টোরিয়া প্লাজেন ২-১ রিয়াল সোসিয়েদাদ

বোডোগ্লিম্প ১-২ কারাবাগ এফকে

ফ্রাঙ্কফুর্ট ১-০ স্লাভিয়া প্রাগ

এফসবুর্গ ১-১ ব্রাগা

গালাতাসারে ৩-২ টোটেনহাম

অলিম্পিয়াকোস ১-১ রেঞ্জার্স

ইউনিয়ন সেন্ট গিলোসি ১-১ রোমা

রেজগ্রাড ১-২ অ্যাথলেটিক ক্লাব

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা