× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনফারেন্স লিগে চেলসির ৮ গোলের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১০:২৫ এএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১০:৫৬ এএম

কনফারেন্স লিগে চেলসির ৮ গোলের জয়

কনফারেন্স লিগে চেলসির ৮ গোলের জয়

উয়েফা কনফারেন্স লিগে রীতিমতো গোল উৎসব করেছে চেলসি। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে নোয়াহকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলের ব্যবধানে।

প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৬ গোল দেয় চেলসি। বিরতি থেকে ঘুরে এসে আরও ২টি। এ ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টোফার এনকুংকু ও জোয়াও ফেলিক্স। ১টি করে গোল আসে মিখায়লো মুদ্রিক, আদারাবিয়ো, মার্ক গুইউ ও আলেক্স দিসাসির পা থেকে।

মাত্র সাত বছর হলো আর্মেনিয়ান ক্লাব নোয়াহর বয়স। উয়েফা র‌্যাংকিংয়ে চেলসির সঙ্গে তাদের ব্যবধান অনেক। চেলসি রয়েছে ৮ নম্বরে, আর নোয়াহর অবস্থান ৩১১ নম্বরে। এ ব্যবধান ম্যাচের ফলে স্পষ্ট। স্টামফোর্ড ব্রিজের ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে ৪ গোল দেয় চেলসি। শুরুটা ১২তম মিনিটে। এনজো ফার্নান্দেসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান তোসিন আদরাবিয়ো। এরপর একে একে স্কোরশিটে নাম তোলেন গু্ইউ, দিসাসি, ফেলিক্স, মুদ্রিক ও এনকুংকু।

দ্বিতীয় সারির দল নিয়ে কনফারেন্স লিগে গোল উৎসব করছে চেলসি। এ প্রতিযোগিতায় তিন জয়ে তাদের ১৬ গোল, অন্য দলগুলোর তুলনায় দ্বিগুণ। ৮-০ গোল, চেলসির ইতিহাসের যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। তাদের সর্বোচ্চ জয় ১৩-০ গোলের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা