× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইট'জ অ্যা ইনকমপ্লিট ক্রিকেট বোর্ড

ক্রিকেটের জায়গাটা দখল করতে পারে অন্য কোনো খেলা: আমিনুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২২:০১ পিএম

আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল

৫ আগস্ট রাষ্ট্র ক্ষমতার বদল হয়েছে। যার পথ ধরে পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদ হারিয়েছেন। খুইয়েছ্নে বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য পদও। বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরিচালক হিসেবে বোর্ডে তার সঙ্গী হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। পরিচালক আর বিসিবি প্রধান পদে পরিবর্তন ছাড়া বোর্ডে আর তেমন কোনো লক্ষণীয় পরিবর্তন নেই বলে জানিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবিতে এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি। বোর্ড চলছে জোড়াতালি দিয়ে। জাতীয় দলের সাবেক এ কাপ্তান বলেন, ‘এখন যে কারেন্ট বোর্ড আছে সেটা তো কোনো রকমে চলছে। ইনফ্যাক্ট দেয়ার ইজ নো চেঞ্জ। দুজন নতুন পরিচালক এসেছেন এনএসসির মাধ্যমে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট ও আরেকজন ফাহিম ভাই (নাজমুল আবেদীন ফাহিম)। আমি বলব ইট'জ অ্যা ইনকমপ্লিট ক্রিকেট বোর্ড। নতুন কিছুই ঘটেনি বা দেখতে পারছি না। সো, ইট'জ নাথিং নিউ।’

ক্রিকেট অনুরাগীদের ধরে রাখতে না পারলে জনপ্রিয়তা হারাতে পারে ক্রিকেট। এভাবে চলতে থাকলে ক্রিকেটের জায়গা দখল করে নেবে অন্য কোনো খেলা। এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ‘ক্রিকেট খেলাটা এত পপুলার বাংলাদেশে। বাংলাদেশে যে আমাদের ১৮০ মিলিয়ন মানুষ আছেন, সবাই ক্রিকেটকে ভালোবাসেন। যেহেতু বাংলাদেশের ক্রিকেটকে সবাই ভালোবাসে, এই ভালোবাসাটা কিন্তু সারাজীবন থাকবে না। যদি আমরা আমাদের ফ্যানবেজ ধরে রাখতে না পারি, এর মূল কারণ আমার কাছে মনে হচ্ছে, আমাদের সবকিছুতে সবাইকে আরও সম্পৃক্ত করা উচিত। স্কুল ক্রিকেট বলেন, কলেজ ক্রিকেট বলেন, মেয়েদের ক্রিকেট বলেন, এই জায়গাগুলোতে আমার মনে হয়, তেমন একটা কাজ করিনি আমরা। এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে, এটা (ক্রিকেট) খুবই পপুলার গেম। নেভার নো, এভাবে যদি ১০ বছর চলতে থাকে, তাহলে হয়তো আরেকটা খেলা আমাদের জায়গা দখল করে নেবে।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল আমিনুলের সঙ্গে। কিছু কারণে নেননি দায়িত্ব। এখন বোর্ডে কাজ করতে চান তিনি, ‘৫ আগস্টের পরে যে চেঞ্জটা এলো, তখন কিন্তু আমার সঙ্গে সরকার থেকে যোগাযোগ করেছিল এবং আমার কাছে কিছু দিক নির্দেশনাও চেয়েছিল। আমি কিন্তু খুবই পরিষ্কারভাবে আমার যে আইডিয়া আছে তা শেয়ার করেছিলাম। সেগুলো প্রতিফলিত হয়নি। হয়তো ভবিষ্যতে হবে। তবে, কোনো বড় পোস্ট নয়, আমি সবার সঙ্গে মিলে কাজ করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা