× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার সঙ্গে যা হয়েছে, সাকিবের সঙ্গে সেটা না হোক: আমিনুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২২:০২ পিএম

আমার সঙ্গে যা হয়েছে, সাকিবের সঙ্গে সেটা না হোক: আমিনুল

রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার ইস্যুতে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে চলতি আফগানিস্তান সিরিজের দলেও নেই টাইগার তারকা অলরাউন্ডার। তার ক্যারিয়ার শেষ কি না- সেটা এখনই বলা মুশকিল। তবে দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের এই অবস্থা মেনে নিতে পারছেন না জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

দেশের ফুটবলের খ্যাতিমান গোলকিপার আমিনুল খেলা ছাড়ার পর যোগ দেন রাজনীতিতে। বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার কারণে বিগত ১৫ বছরে আওয়ামী লিগ সরকারের ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু আমিনুল কিছুতেই চান না, তার সঙ্গে যা হয়েছে সেটা সাকিবের সঙ্গে হোক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আমিনুল বলেন, ‘গত ১৫ বছর বা ১৭ বছর আওয়ামী লীগ সরকার যেভাবে আমার ওপর মামলা-হামলা, শারিরীক নির্যাতন করেছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে কখনই চাই না সাকিবের মতো বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা ঘটুক।’

সাকিব যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন, তার বিরুদ্ধে খুনের মামলাও আছে। তাই বিষয়টিকে আইনের হাতে ছেড়ে দিয়ে ন্যায়বিচার চেয়েছেন আমিনুল, ‘এটা আমি আগেও বলেছি এখনো বলছি। তবে বিষয়টি আমাদের হাতে নেই। সাকিব আওয়ামী সরকারের ৩০০ সাংসদের একজন ছিলেন। স্বৈরাচারী সরকারের একজন সদস্য হিসেবে তাকে নিয়ে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমি চাই, তার সাথে যেন এমন না হয়। কিন্তু আইন আইনের গতিতে চলবে। আমরা চাই, ন্যায়বিচার হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা