× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২১:৩৪ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২১:৩৮ পিএম

এমবাপেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের

চলতি নভেম্বরেই উয়েফা নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ১৪ নভেম্বর ইসরায়েলকে আতিথ্য দেবে তারা। এরপর ১৮ নভেম্বর মিলানে ইতালির মোকাবিলা করবে ফরাসিরা। তবে আসন্ন এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ের। এ ছাড়া মাঝের বিরতির পর স্কোয়াডে ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিয়ট। তবে আলোচনার কেন্দ্রে এমবাপের অনুপস্থিতি!

দল ঘোষণায় ২৫ বছর বয়সি এমবাপের না থাকা নিয়ে কথা বললেও, ঠিক কী কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন সেটি খোলাসা করেননি ফরাসি কোচ দিদিয়ের দেশম। তবে ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে বাজে ফর্মের প্রভাব থাকতে পারে দেশমের এমন সিদ্ধান্তে।

এমবাপের না থাকা নিয়ে দেশম বলেন, ‘এমবাপের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে এবং আমি তাকে এবারও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দুটি বিষয় স্পষ্ট করছি এমবাপে জাতীয় দলে খেলতে চায় এবং তাকে বাইরে রাখার বিষয়ে ভিন্ন কোনো ইস্যু নেই।

চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই ঊরুর চোটে পড়েছিলেন এমবাপে। যে কারণে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও এমবাপ্পেকে দেখা যায়নি ফ্রান্সের জার্সিতে। এছাড়া ধর্ষণ মামলার সঙ্গে নাম জড়ায় তাঁর। তবে সেই মামলায় এখনো দোষী প্রমাণিত হননি ফরাসি ফরোয়ার্ড। তবে সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছে তার।

এদিকে নেশন্স লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ফরাসিরা। সমান ম্যাচের তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম ও কোনো পয়েন্ট না পাওয়া ইসরায়েল আছে টেবিলের তলানিতে। 

ফ্রান্সের স্কোয়াড
গোলরক্ষক: চাভেলিয়ার, মাইগনান, সাম্বা।
ডিফেন্ডার: ক্লস, ডিগনি, ফোফানা, থিও হার্নান্দেজ, কোনাতে, কুন্দে, সালিবা, উপামেকানো। 
মিডফিল্ডার: কামাভিঙ্গা, গুন্দোইজি, কান্তে, কনে, র‌্যাবিও, জাইরি এমেরি।
ফরোয়ার্ড: বারকোলা, ডেম্বেলে, কোলো মুয়ানি, এনকুনকু, অলিস, থুরাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা