প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২১:০৮ পিএম
ইমানে খেলিফ
প্যারিস অলিম্পিকে চীনা বক্সার ইয়াং লিউকে ধরাশায়ী করে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছিলেন ইমানে খেলিফ। এরপর থেকেই আলোচনায় উঠে আসেন আলজেরিয়ান এ নারী বক্সার। তবে পদক জয়ের পর প্রশ্ন উঠেছিল তার লিঙ্গ নিয়ে। প্রশ্ন তুলেছিলেন আসরের অন্য প্রতিযোগীরা। এক প্রতিযোগী তো সরাসরি ইমানেকে পুরুষ বলেই নিজের সন্দেহের কথা জানিয়েছিলেন। এতেই চারদিকে ডালপালা মেলতে থাকে জল্পনা-কল্পনা। উঠে আসতে থাকে নানা প্রশ্ন।
সত্যিই কি আলজেরিয়ান এ বক্সার নারী ছিলেন? নাকি পুরুষ! ঘটনার প্রায় তিন মাস পর খবর রটল, ইমানে খেলিফ আসলে নারী নন! মেডিকেল রিপোর্ট বলছে তিনি একজন পুরুষ। সম্প্রতি ফ্রান্সের এক গণমাধ্যম, ২৫ বছরের এ আলজেরিয়ান বক্সারের সর্বশেষ মেডিকেল রিপোর্ট ফাঁস করেছে। সেখানেই প্রমাণ মিলেছে, ইমানে খেলিফ নারী নন, একজন পুরুষ। এ খবর প্রকাশ হতেই তার স্বর্ণপদক জয় আর অলিম্পিক কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে উঠেছে প্রশ্ন।
খবরটি সত্যি হলে এখন একটা বিষয় নিশ্চিত, ভবিষ্যতে এ বক্সার আর নারী ক্যাটাগরিতে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যদিও এই রিপোর্টের সত্যতা নিয়েও রয়েছে ধোঁয়াশা।