× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে থাকবেন আশরাফুল-তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২১:০৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ০১:০১ এএম

মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল

মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। ওইদিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। আসরে ঘরোয়া লিগের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন বলে জানা গেছে।  

২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়।

১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে। মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সচিব দেবব্রত পাল জানান, বিসিবির চলমান টুর্নামেন্টগুলোর সঙ্গেই সমন্বয় করে এই টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা