× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার এক মাসের জন্য ছিটকে গেলেন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম

এবার এক মাসের জন্য ছিটকে গেলেন নেইমার

ইনজুরিতে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফেরেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। নেইমার অবশ্য আশা করেছিলেন, গুরুতর কিছু হয়নি। তবে আদতে তেমনটা হয়নি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেইমারকে এবার অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

নেইমারের ছিটকে যাওয়াকে দুর্ভাগ্যজনক বলেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। শিষ্যের চোটের সবশেষ অবস্থা নিয়ে গতকাল বুধবার পর্তুগিজ এই কোচ  বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’ পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে (মাঠে ফিরতে) ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’

গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ের এসিএল চোটে পড়েন নেইমার। অস্ত্রোপচারের পর পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর আল হিলালের জার্সিতে মাঠে ফিরেছিলেন। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের বিপক্ষে বদলি নেমেছিলেন কিছুক্ষণের জন্য। গত সোমবার এস্তেগলালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

এই চোটের পর আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে। গত বছর ফরাসি ক্লাব পিএসজি থেকে দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু বারবার চোটে পড়ে সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন কেবল মাত্র ৭ ম্যাচ। আল হিলালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরাবে আগামী বছরের জুনে। ফলে সৌদি ফুটবলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় নেইমারকে সৌদি প্রো লিগের এই মৌসুমে নিবন্ধন করায়নি আল হিলাল। আপাতত তিনি খেলতে পারবেন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে। এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-হিলালের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর, প্রতিপক্ষ কাতারের ক্লাব আল-সাদ। স্বাভাবিকভাবেই ওই ম্যাচ খেলতে পারবেন না সেলেসাও তারকা।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা