প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৭ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের সাফল্যের কারিগর ব্রান্ডন কিং ও কেসি কার্টি। দুইজনই তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছেন।
বার্বাডোজের কিংস্টন ওভালের এই ম্যাচে জয় ছাপিয়ে আরেকটি বিষয় বেশ আলোচনায়। এদিন শাই হোপের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন পেসার আলজারি জোসেফ। ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারে ফিল্ড প্লেসমেন্টে অধিনায়কের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জোসেফ। টিভি ক্যামেরায় সেটি ধরাও পড়ে। এমন কাণ্ডের পর সাইড লাইনে থাকা কোচ ড্যারেন স্যাামি জোসেফকে শান্ত করার চেষ্টা করেন। তাতে কাজ হয়নি। তিনি নিজের ওভার শেষ করেই ডাগআউটে চলে যান।
ডানহাতি পেসার হোপের সিদ্ধান্তে কতটা বিরক্ত হয়েছিলেন, সেটি প্রকাশ পায় চতুর্থ বলে তিনি উইকেট পেলে। জর্ডান কক্স উইকেটকিপার হোপের গ্লাভসে ধরা পড়লেও জোসেফ কোনও উদযাপন করেননি। তিনি চলে যান তার বোলিং এন্ডে।
এ নিয়ে কোচ স্যামি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। টক স্পোর্টসের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।’