প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৪৮ পিএম
ফাইল : ছবি
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা। তবে সিরিজ শুরু হয়ে গেলেও এখনও টাইগার স্কোয়াডের সব ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে আরব
আমিরাতে যেতে পারেননি পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ। তবে শঙ্কা কাটিয়ে অবশেষে ভিসা জটিলতা
কাটিয়েছেন এই দুই ক্রিকেটার। আজ বৃহস্পতিবার সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন
তারা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ২৯ বছর বয়সি নাসুম।
সেখানেই সাকিব আল হাসানের প্রসঙ্গে জানতে চাইলে নাসুম জানান, সাকিবের অভাব অপূরণীয়। গণমাধ্যমকে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘ওনাকে (সাকিব)
তো সব সময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের
জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে।’
নাসুম সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে। যেখানে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন তিনি। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় গত মাসে হাথুরুকে বরখাস্ত করে নতুন কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।
এরপরই আবার জাতীয় দলে ডাক পেয়েছেন নাসুম।
আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতো পারফর্ম
করে দলে অবদান রাখতে চান তিনি। তাই সবার কাছে দোয়া চেয়েছেন সিলেটের এই ক্রিকেটার।