চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৫১ পিএম
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সন্নিকটে। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে সূচি। আর আসর গড়াতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে। সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত পাকিস্তান সফর নিয়ে বিষদ তথ্য জানায়নি ভারত ক্রিকেট বোর্ড। এ নিয়ে তিতিবিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের কাছে স্পষ্ট জবাব চেয়েছে পিসিবি।
জানা গেছে, পাকিস্তানে সফর নিয়ে হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে দেওয়ার ব্যাপারে ভারত বোর্ডকে চাপ দিচ্ছে পিসিবি। ইতোমধ্যে আইসিসির কানেও তুলেছে বিষয়টি। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা দেওয়ার কথাও বলা হচ্ছে। তারপরও চুপ ভারত।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফি দেখতে ভারতের যেসব দর্শক পাকিস্তানে যেতে ইচ্ছুক, তাদের দ্রুত ভিসা প্রদানের ব্যবস্থা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে আগত শিখ তীর্থযাত্রীদের সঙ্গে বৈঠক শেষে এই আশ্বাস দেন নাকভি। পিসিবি সভাপতি এ সময় চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখতে পাকিস্তানে ভ্রমণের জন্য ভারতীয়দের ইতিবাচক প্রতিক্রিয়া আশা করার কথাও জানান। নাকভি বলেছিলেন, ‘আমরা ভারতীয় দর্শকদের টিকিটের জন্য বিশেষ কোটা রাখব। পাশাপাশি দ্রুত ভিসা প্রদান নীতি কার্যকরের চেষ্টাও করব।
শোনা গেছে, পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার প্রস্তাব দিয়েছে পিসিবি। যদিও বিসিসিআই সে প্রস্তাব মানবে বলে জানা গিয়েছিল। এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার আহ্বান জানাতে শুরু করেছেন। কদিন আগে ভারতকে পাকিস্তানে খেলতে যেতে বলেছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ সালে, এশিয়া কাপে। নিরাপত্তা ইস্যুতে এরপর আর পাকিস্তানে যায়নি রোহিত শর্মারা। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারতের জোর আপত্তিতে শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্ট ভাগাভাগি করে পাকিস্তান। এবারও সেরকম কিছুর আভাস মিলেছে। তাই আগে থেকেই ভারতের কাছে স্পষ্ট জবাব চাচ্ছে পিসিবি।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আট দল। স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেওয়ার কথা ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।