প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৩:৪৯ পিএম
টানা দুই সেঞ্চুরিতে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ নিজেদের গতিতেই চলেছে। মাঝখানে একটু পথ হারিয়েছিল, এই যা। ইংল্যান্ডের বিপক্ষে পার্থক্য গড়ার তৃতীয় ম্যাচে আট উইকেটে জয় লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের সাফল্যের কারিগর ব্রান্ডন কিং ও কেসি কার্টি। দুইজনই তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছেন।
বুধবার বার্বাডোজের কিংস্টন ওভালে টস জিতে অতিথিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ৪৩ ওভারে জয়ের বন্দরে তরী ভিড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
অঘোষিত ফাইনালে ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন ফিল সল্ট ও উইল জ্যাকস। শুরুতেই ক্রমান্বয়ে উইকেট হারাতে থাকে ইংলিশরা। প্রথম পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে বসে। এসময় তারা রান তুলতে পারে ২৪। দলের এমন পতনের দৃশ্য এক প্রান্ত দাঁড়িয়ে দেখতে থাকেন সল্ট। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মিডল-লোয়ার মিডলের ব্যাটাররা হাল ধরেন। ৭৪ রানে সল্ট ফিরে গেলেও শেষদিকে স্যাম কারানের ৪০, ডান মাউসুলের ৫৭ ও জোফরা আর্চারের ১৭ বলে ৩৮ রানে ক্যামিও ইনিংসে কিছুটা স্বস্তি পায় ইংল্যান্ড। স্কোরবোর্ডে জমা হয় ২৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ড তিনটি এবং আলজারি জোসেফ-রোমারিও শেফার্ড দুটি করে উইকেট তোলেন।
ওয়েস্ট ইন্ডিজের শেষের মতো শুরুটাও ছিল ইতিবাচক। দলীয় ৪২ রানে ওভারটনের বলে এভিন লুইস কট আউট হলে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে স্বাগতিকরা সেটা দ্রুতই কাটিয়ে ওঠেন কিং ও কার্টির দায়িত্বশীলতায়। দুজন মিলে ২০৯ রানের জুটি গড়েন। যা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ। ব্যক্তিগত ১০২ রানে কিং যখন ফেরেন তখন জয়ের কাছেই ছিল স্বাগতিকরা। তাদের দলীয় স্কোর ছিল ৪০.২ ওভারে ২ উইকেটে ২৫১। হোপকে নিয়ে কার্টি সেঞ্চুরির পর অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ১১৪ বলে ১২৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তাতে ছিল ১৫টি চার ও ২টি ছয়ের মার।
ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন রিস টপলি ও জেমি ওভারটন। ২৩ রানে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা ম্যাথু ফোর্ড। আর তৃতীয় ম্যাচের সেরা কিং।
ম্যাচ শেষে কৃতিত্বটা সতীর্থ কার্টিকেই দিয়েছেন কিং, ‘কিচি (কার্টি) চমৎকার ইনিংস খেলেছে। তাকে স্বচ্ছন্দ মনে হয়েছে এবং ইনিংসের বেশিরভাগ সময় সে আমার চেয়ে ভালো ব্যাটিং করেছে।’ সিরিজ সেরা ফোর্ড অবশ্য বলেছেন, ‘উইকেট কিছুটা স্লো ছিল। কিছুটা অবাক হলেও, দলের জন্য কিছু করতে পেরেছি এটাই স্বস্তির।’
সিরিজ হারলে ইংল্যান্ড অধিনায়ক লিভিংস্টোনের দাবি, তার দল ভালো খেলেছে। তিনি মনে করেন, এই সিরিজ থেকে অনেক কিছুই শেখার ছিল। বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের। সিরিজে অনেককেই মিস করেছি। আশা করি তরুণরা অনেককিছুই শিখবে এই হার থেকে।’
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৬৩/৮ (সল্ট ৭৪, মাউসলে ৫৭; ফোর্ড ৩/৩২,)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৩ ওভারে ২৬৭/২ (কার্টি ১২৮*, কিং ১০২; ওভারটন ১/১৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ব্রান্ডন কিং।
ম্যান অব দ্য সিরিজ: ম্যাথু ফোর্ড।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী।