প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২২:১৪ পিএম
গতকাল বিকালে হঠাৎ করেই প্রাণচাঞ্চল্য দেখা যায় বাফুফে ভবনে। নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি তাবিথ আউয়াল প্রথমবারের মতো ফেডারেশন ভবনে আসেন। তার আসার খবর পেয়ে উপস্থিত ছিলেন নির্বাচিত কমিটির অনেকেই। ফেডারেশনের বেতনভুক্ত স্টাফদের সঙ্গে আলোচনায় বসেন তাবিথ। পরে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন কমিটি।
নতুন সভাপতি ও কমিটির সঙ্গে সাক্ষাৎ করে সাফজয়ী বীরকন্যারা প্রায় পনেরো মিনিট কথা বলেন। বৈঠক শেষে হাসিমুখেই বেরিয়ে যান সাবিনা খাতুনরা। পরে নির্বাহী কমিটির সবাইকে পাশে রেখে গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। দেশের চ্যাম্পিয়ন নারী খেলোয়াড়দের সম্মাননা নিয়ে তার ভাষ্য, ‘তারা দারুণ একটি সাফল্য এনেছে। বাফুফে থেকে অবশ্যই তাদের জন্য ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই ঘোষণা করা হবে।’
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, সাফজয়ী নারী ফুটবলারদের জন্য কোটি টাকার অধিক অর্থ পুরস্কার দিতে যাচ্ছে বাফুফে। ফুটবলার, কোচিং স্টাফ, টিম অফিসিয়াল থেকে সবাই পাবেন অর্থ পুরস্কার। প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে পেতে পারেন। এই অর্থটা বাফুফের ফান্ড থেকে নয়, নির্বাহী কমিটি সদস্যরা জোগাড় করবেন বলে জানা গেছে।
২০২২ সালে সাফে সেরা হওয়ার পর বাংলাদেশ নারী খেলোয়াড়দের কিছু সংবর্ধনা ছিল নামকাওয়াস্তে নিম্নমানের। সাবিনাদের নামমাত্র উপহার দিয়ে প্রচার নিয়েছে অনেকে। এই বিষয়টি তুলে ধরলে বাফুফের নতুন সভাপতি বলেন, ‘এটি প্রশ্ন নয়, পরামর্শ হিসেবে নিলাম। আমরা এই বিষয়ে সচেতন থাকব।’
নির্বাচন হয়েছে ২৬ অক্টোবর বাফুফে। তার তিন দিন বাদেই চ্যাম্পিয়ন হয়েছে নারী ফুটবলাররা। সাফজয়ী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাবিথ বলেন, ‘নতুন কমিটির যাত্রার শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফি। আবার আরেক দিকে চ্যালেঞ্জও। নারী দল যে স্ট্যান্ডার্ড সেট করেছে, সেটা অন্তত ধরে রাখতে হবে।’
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী দলের জন্য এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার বাফুফে ভবনে ক্যাপ্টেন সাবিনার হাতে চেক তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনা-ঋতুপর্ণাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার দেবে বলে জানিয়েছে। কিন্তু বাফুফে এখনও পুরস্কারের অঙ্ক জানাতে পারেনি।