প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১১:৪৬ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
এক ক্যারম বলে বাংলাদেশের মাথা ঘুরিয়ে দেন আল্লাহ মোহাম্মদ গাজনাফার। নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে একাই ৬ উইকেট তোলেন আফগান স্পিনার। মুশফিকুর রহিম তো রীতিমতো থতমত হয়ে যান ১৮ বর্ষী তরুণের বল বুঝতে গিয়ে। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটার ক্রিজে নেমে মাত্র ৩ বল খেলেই গাজনাফারের ক্যারম বল বুঝতে না পেরে স্টাম্পিং হন। ফেরেন ১ রান করে।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার-পাঁচে ব্যাটিং করা মুশফিক এদিন বাইশগজে নামেন সাতে। ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর এ প্রথম তিনি ছয়ের পর ব্যাটিং করলেন। খোঁজ নিয়ে জানা গেছে, আফগানিস্তানের ইনিংসের একেবারে শেষ দিকে উইকেটকিপিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে তারপর নেমেছেন ব্যাটিংয়ে। সময় নিতে হয়েছে ব্যথা কমার জন্যও।
শেষ আপডেট, শারজায় আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের খেলা হচ্ছে না। গতকাল রাতেই করানো পরীক্ষানিরীক্ষার পর তার আঙুলের হাড়ে চিড় বা ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। আজ আরও কিছু পরীক্ষানিরীক্ষার পর বোঝা যাবে আসল অবস্থা। পাকিস্তান সফরেও কাঁধে চোট পেয়েছিলেন মুশফিক। ভারত সফর ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেছেন বিশেষ ব্যবস্থা নিয়ে।