× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় পরাজয়, মনে করেন শান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১০:০৫ এএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১১:১০ এএম

পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় পরাজয়, মনে করেন শান্ত

লক্ষ্যটা আহামরি বেশি নয়– ২৩৬ রান। তা টপকাতে গিয়েই গলদঘর্ম অবস্থা হয় বাংলাদেশের। শুরুটা ইতিবাচক হলেও শেষ ২৩ বলের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন নাজমুল হোসেন শান্তরা! ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছেন হাশমতউল্লাহ-নবীরা।

শারজায় আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন আল্লাহ মোহাম্মদ গাজনাফার। মূলত তার বলেই নাকাল হয় বাংলাদেশ। হতশ্রী হারের পর অধিনায়ক শান্ত জানিয়েছেন নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা।

শান্ত বলেন, ‘আমি প্রথম ১৫-২০ ওভার ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবী দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরও আক্রমণাত্মক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহীদি ও নবী ভালো ব্যাট করেছে।’

টানা হারের পর ঘুরে দাঁড়ানোর একটা মিশন নিয়ে নেমেছিল বাংলাদেশ।  কিন্তু তা হাওয়াই মিঠাইয়ের মতো উবে গেছে। মিলিয়ে গেছে বাতাসে। তবে শিগগিরই ঘুরে দাঁড়াবেন, এমন বিশ্বাস টাইগার অধিনায়কের। তিনি বলেন, ‘আমি মনে করি আমার উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, বড় ইনিংস খেলার দরকার ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা