প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ০১:০৮ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১১:১৯ এএম
সাকিব আল হাসান। ফাইল ফটো
সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউ-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছিল সংস্থাটি। এরপর তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিল বিএফআইইউ।
গেল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন সাকিব আল হাসান। ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে।