× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিরোধ্য বার্সার সামনে রেড স্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২৩:২০ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ০৪:১৬ এএম

অপ্রতিরোধ্য বার্সার সামনে রেড স্টার

দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। জয়রথে চেপে ছুটে চলেছে অপ্রতিরোধ্য কাতালানরা। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের সময়টা কতটা ভালো যাচ্ছে, সেটা বুঝতে এল ক্লাসিকোর দিকে নজর দিলেই হবে। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদেরই ঘরের মাঠ বার্নাব্যুতে ধসিয়ে দিয়ে এসেছে জায়ান্ট ক্লাবটি। শুধু মৌসুমের প্রথম এল ক্লাসিকোর কথা বললে ভুল হবে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়েই সময়টা ভালো যাচ্ছে বার্সার। নিজেদের সেরা সময়ের সেই ছন্দটা ধরে রাখতে আজ রাতে মাঠে নামছে রবার্ট লেভানদোভস্কিরা। সার্বিয়া সফরে তাদের প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড। স্তাদিওন রাজকো মিতিচে বার্সার লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হ্যাটট্রিক জয় ছিনিয়ে নেওয়া।

সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত টানা ছয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বার্সা। গোলের দেখা পেয়েছে ২৪টি। সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে লাকি সেভেন ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছে না তারা। আর প্রতিপক্ষগুলোর মাঠে ক্লিন শিট বজায় রেখে টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন বুনেই মাঠের লড়াইয়ে রেড স্টারের মুখোমুখি হচ্ছে কাতালানরা। কিন্তু বিপরীতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে বাজে সময়টা যেন কিছুতেই কাটছে না রেড স্টারের। চ্যাম্পিয়নস লিগে নিজেদের গত ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে দলটি।

তবে এ মৌসুমে হারের তেতো স্বাদ যে হজম করেনি, তা কিন্তু নয়। চ্যাম্পিয়নস লিগে মোনাকোর কাছে তারা আত্মসমর্পণ করে ২-১ গোলে। আর লা লিগায় অসাসুনার কাছে বিধ্বস্ত হয়েছিল ৪-২ গোলে। কিন্তু মৌসুম শুরুর বাকি ১৩ ম্যাচে বার্সার পারফরম্যান্স ছিল নিখুঁত। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার আগে ইয়াং বয়েজকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে বার্সা। দারুণ এই পারফরম্যান্সেই নতুন সংস্করণের চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের পয়েন্ট তালিকায় দশে উঠে গেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। শীর্ষ স্থান থেকে এখন মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে তারা।

ঘরোয়া ফুটবলেও দারুণ সময় কাটছে বার্সার। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে আকাশে যেন উড়ছে তারা। কাতালুনিয়া ডার্বিতে এসপানিওলকে ৩-১ গোলে হারিয়ে দাপটে জয়ের সেই ধারাটা অটুট রাখে বার্সা। যেখানে ডাবল গোল উপহার দিয়েছেন ডানি ওলমো। বাকি গোলটি আসে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় আতিথ্য দেবে বেনফিকাকে। আর ইংলিশ জায়ান্ট আর্সেনাল যাবে ইতালির জায়ান্ট ইন্টার মিলানের সান সিরো সফরে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লড়বে অ্যাতলেতিকোর বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা