× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২৩:১৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ০০:০৭ এএম

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

টস হেরে দিন শুরু বাংলাদেশের। শেষমেশ ম্যাচটাও হেরেছে। আগে ব্যাট করে টাইগার পেসারদের তাণ্ডবের মুখে পড়েও ২৩৫ রান তোলে আফগানিস্তান। জবাবে ভালো শুরু পেলেও শেষটায় লেজেগোবরে নাজমুল হোসেন ব্রিগেড। ব্যাটিং ব্যর্থতার আরেকটি নজির গড়ে বাংলাদেশ যেতে পারে ১৪৩ রান অবধি, তাতেই এসেছে ৯২ রানের হার৷

গতকাল বুধবার দুবাইয়ের শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট নেয় আফগানরা। ফ্লাডলাইটের আলোয় বল টার্ন করতে পারে, এমন ভাবনা থেকেই হাশমতউল্লাহ শহিদীর এমন সিদ্ধান্ত। শুরুটা বাজে হলেও শেষদিকে মোহাম্মদ নবীর বিরত্বে আফগানদের স্কোরবোর্ডে জমা পড়ে ২৩৫ রান। লক্ষ্য তাড়ার সাবধানি বাংলাদেশের একপর্যায়ে হুড়মুড়িয়ে উইকেট ভেঙে পড়ে। ব্যাটিং ইনিংসে শান্তরা শেষ ২৩ বলের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে! ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছেন হাশমতউল্লাহ-নবীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে ৯ নভেম্বর।


শারজায় গতকাল শুরুতেই পথ হারায় আফগানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজ দলকে বিপদে ফেলেন। এরপর ২৭ রান যোগ করতেই আরও তিন উইকেট হারায় তারা। তবে হাশমতউল্লাহ থিতু হলে কিছুটা দিশা পায় দল। দলীয় ৭১ রানে গুলবাদিন নাইব ফিরলেও  মোহাম্মদ নবীকে নিয়ে লম্বা পথ পাড়ি দেন তিনি।  একশ ঊর্ধ্ব জুটি গড়েন দুজন। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন হাশমতউল্লাহ। ৯২ বল খেলে ৫২ রান সংগ্রহ করেন। বাউন্ডারি হাঁকান দুটি। আর মাঠ ছাড়ার আগে নবী চার বাউন্ডারি ও তিন ছক্কায় তোলেন ৮৪ রান। এদিন ৪০ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ১৭৪। শেষ ১০ ওভারে বাকি ৫ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে তারা। যার মূলে ছিলেন নবী। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেটের দেখা পান মুস্তাফিজ ও তাসকিন। ওয়ানডেতে এই প্রথম একই ম্যাচে ৪ বা এর বেশি উইকেট পেলেন বাংলাদেশের দুই পেসার।

আফগানদের লক্ষ তাড়ায় চতুর্থ ওভারে তানজিদ হাসানকে আল্লাহ গজানফার ফেরালে ক্ষণিকের নিরবতা নামে বাংলাদেশ শিবিরে। তবে নাজমুল হোসেনকে নিয়ে স্বস্তি ফেরান সৌম্য। রয়ে সয়ে বল বল-রানে সামঞ্জস্য রেখে ব্যাট চালান দুজন। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান।যদিও ১১তম ওভারের শেষ বলে দলের বিপদ বাড়ান সৌম্য। ফজল হক ফারুকীর খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন আজমতউল্লাহর হাতে। ফেরার আগে ৪৫ বলে ৩৩ রান করেন সৌম্য। এরপর ফিরেন শান্ত। ৬৮ বলে ৪৭ রান করেন তিনি।

শান্ত সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ২ উইকেটে ১২০ রান। তখনও ম্যাচে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। অথচ সেখান থেকেই যেন ধ্বস নামে। এরপর আর মাত্র ২৩ রান যোগ করতেই বাকি ৮ ব্যাটারকে হারিয়েছে তারা।

শান্তর পর পরই ফেরেন মেহেদি মিরাজ। চারে ব্যাট করতে নেমে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর আসা-যাওয়ার মিছিল নামে। যাতে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়রাও। শেষদিকে তাসকিন-শরিফুলও দ্রুতই ফিরলে অলআউট হয় বাংলাদেশ। গাজনাফার একাই ৬ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা