প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২২:৫০ পিএম
মোহাম্মদ সালাহউদ্দিন
বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আজই কাজ শুরু করে দিয়েছেন এ ক্রিকেট গুরু। আজ দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন জার্সিতে সালাহউদ্দিন ছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে।
ইনডোরে টেস্ট টিমের উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসানের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেন সালাহউদ্দিন। এ নভেম্বরেই মাঠে গড়াতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সঙ্গী হবেন সালাহউদ্দিন। ক্যারিবিয়ান সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাহউদ্দিনের নিয়োগ দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, জাতীয় দলের কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাহউদ্দিনের যা অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার রয়েছে, সেটা তাকে এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী হিসেবে যোগ্য করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের এই সিস্টেমে একীভূত করার সময় এসেছে।’
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগের খবর নিশ্চিত করে বিসিবি। নিয়োগ পেয়েছেন তিনি ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। বাংলাদেশের জাতীয় দলে অবশ্য একেবারে নতুন মুখ নন সালাহউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত টাইগারদের সহকারী কোচ ছিলেন তিনি। সঙ্গে এক বছর বিসিবি একাডেমিতে কাজ করেন। বিকেএসপির খণ্ডকালীন কোচও ছিলেন। কোচ হিসেবে কাজ করছেন ২৫ বছর ধরে। প্রিমিয়ার ক্রিকেট লিগের সঙ্গে বিপিএলের একজন সফল কোচ তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার বিপিএল শিরোপা উপহার দিয়েছেন।
বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেন সালাহউদ্দিন। ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ-৪-এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাহউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের স্বীকৃতি পেয়েছেন।