প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২১:৪৪ পিএম
ইউরোপে প্রিয় খেলার তালিকায় ক্রমান্বয়ে বেসবল, বাস্কেটবল ও ফুটবল। কালের পরিক্রমায় ক্রিকেট ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশগুলোতে। এবার আইপিএলের মেগা নিলামে নাম লিখিয়েছেন ইতালিয়ান ক্রিকেটার টমাস দ্রাকার। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে চলছে আলোচনা। প্রশ্ন উঠছেÑ কে এই দ্রাকা?
চলতি বছরের জুনে ইতালির জার্সিতে অভিষেক হওয়া ২৪ বছর
বয়সি দ্রাকা একজন পেসার। দেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে
লুক্সেমবার্গের বিপক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে উইকেট নেন ২টি। সব মিলিয়ে তার উইকেট সংখ্যা
৮টি। ডানহাতি এই পেসার খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও। সেখানে দেখিয়েছেন
বাজিমাত। ব্রাম্পটন উলভসের হয়ে ৬ ম্যাচে সেখানে নিয়েছেন ১১ উইকেট।
১৫৭৪ জন প্লেয়ার এবার আইপিএলের নিলামের জন্য নাম লিখিয়েছেন।
১৭টি দেশের প্লেয়াররা রয়েছেন তালিকায়। সবচেয়ে বেশি প্লেয়ার আয়োজক দেশ ভারতের। দ্বিতীয়
স্থানে দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় তাৎপর্যপূর্ণ নাম হচ্ছে ইতালি। ইউরোপের এই দেশ থেকে
নাম লিখিয়েছেন দ্রাকা। তার এই অন্তর্ভুক্তি ইউরোপের ক্রিকেটে একটা নতুন দিক খুলে দিল
বলে মনে করছেন অনেকে।