× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানে সোনা জিতলেন তামিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম

তাইওয়ানে সোনা জিতলেন তামিম

তাইওয়ানে ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির শিক্ষার্থী তামিম হোসেন সফলতা পেয়েছেন। ট্রিপল জাম্পে ১৪ দশমিক ৭৭ মিটার লাফিয়ে স্বর্ণপদক পদক জিতেছেন তিনি। প্রতিযোগীতায় স্বাগতিক তাইওয়ান ছাড়াও অংশ নিয়েছেন বাংলাদেশ, মালযেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের অ্যাথলেটরা।

তাইওয়ানের এই প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন চার জন। এর মধ্যে ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান এবং ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তার উঠেছেন সেমিফাইনালে। বিকেএসপি দলের কোচ হিসেবে ফৌজিয়া হুদা জুঁই ও শাহাদাত হোসেন ভূঁইয়া দলের সঙ্গে রয়েছেন। জুঁই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এরইমধ্যে আমাদের একজন অ্যাথলেট স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে আরও দুই জন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’

১০ সদস্য বিশিষ্ট বিকেএসপি দলটি গত তিন নভেম্বর রাতে তাইওয়ানে যাত্রা করে। প্রতিযোগিতাটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা বিকেএসপির দলটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা