× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন মার্তিনেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৪৬ পিএম

এমিলিয়ানো মার্তিনেজ

এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরেছেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। আর প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ভ্যালেন্সিয়ার মাঝমাঠের ভরসা এনজো বারেনেচিয়া।

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে ১৫ নভেম্বর আসুনসিওনে প্যারাগুয়ের বিরুদ্ধে লড়াই করবে আর্জেন্টিনা। চার দিন পর বুয়েনস এইরেসে লিওনেল মেসিরা মাঠে নামবে পেরুর বিপক্ষে।

বিশ্বকাপ বাছাইয়ে অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়াকে মোকাবিলা করেছিল আর্জেন্টিনা। এই ম্যাচ দুটিতেই দলের বাইরে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ- নিষেধাজ্ঞার কারণে। সেপ্টেম্বরে চিলির বিরুদ্ধে ম্যাচে অসদাচরণের অপরাধে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছিল দক্ষিণ আমেরিকা ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এবার প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের দলে এমিলিয়ানোর সঙ্গে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচোও। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড হাঁটুর ইনজুরির কারণে গত মাসে খেলতে পারেননি জাতীয় দলের আকাশী নীল-সাদা জার্সিতে।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরেনিমো রুলি। 

রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস ও এজেকুয়েল। প্যালাসিওস, রদ্রিগো দি পল, এনজো বারেসেচিয়া

আক্রমণভাগ: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস ও লাওতারো মার্তিনেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা