× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শারজায় ফিজ শো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম

শারজায় ফিজ শো

যেন একই ঘটনার পুনরাবৃত্তি। নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে রহমত শাহকে ফেরান মুস্তাফিজুর রহমান। স্পেলের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও একই ঘটনা ঘটান বাংলাদেশি পেসার। মুস্তাফিজ সেখানেই থেমে থাকেননি। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইকে বোল্ড করে সাজঘর মুখো করেন। ৫ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ঘোর বিপদে আফগানিস্তান।

এদিন মুস্তাফিজের প্রথম ওভারের দ্বিতীয় বল আউটসুইং হয়ে অফস্টাম্পের বাইরে বের হয়ে যাওয়ার সময়  ড্রাইভ করার চেষ্টা করেন রহমত শাহ। কিন্তু তা এজ হয়ে চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। প্রথম উইকেটের ঘটনা ও দৃশ্যপট যেন দেখা গেল দ্বিতীয় উইকেটের বেলাতেও। বাংলাদেশি পেসার স্পেলের প্রথম ওভারের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন। মাঠ ছাড়ার আগে এক বাউন্ডারিতে রহমত করতে পারেন কেবল ৫ রান।  রহমত যখন ফিরেন তখন আফগানদের দলীয় সংগ্রহ ছিল ৩০।

দলীয় ৩৫ রানের মাথায় ফিরেন সেদিকউল্লাহ। অভিষেক ম্যাচ রাঙানো হয়নি তার। ৩০ বল মোকাবিলা করে এই তরুণ করতে পারেন ২১। দলীয় ৩০ এর ঘরে ফিরেন আজমতউল্লাহ ওমরজাই। রান খাতায় কোন অবদান রাখা ছাড়াই ট্যানেলের পথে হাঁটেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১১ ওভারে ৩৭/৪ রান। উইকেটে আছেন হাশমতউল্লাহ শহিদী  (৪) ও গুলবাদিন নাইব (২)।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা