× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে পাঁচ কোটি টাকায় বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ্‌ বাংলা ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৫ পিএম

বিপিএলের লোগো উন্মোচন

বিপিএলের লোগো উন্মোচন

বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। তার সঙ্গে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বিপিএলের আগামী আসরের লোগো উন্মোচন করা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে। সাড়ে ৫ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হয়েছে ব্যাংকটি। গতবারও একই দাম ছিল টাইটেল স্পন্সরের। সে হিসাবে এবার দাম বাড়েনি। বিপিএলের একাদশ আসরের নাম থাকছে ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। 

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের সম্পর্কটা দীর্ঘদিনের। বাংলাদেশের অভিষেক টেস্টের পৃষ্ঠপোষক ছিল ডাচ্-বাংলা ব্যাংক। অনেক দিন ধরেই টাইগারদের হোম সিরিজের টাইটেল স্পন্সরও ডাচ্-বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএলের সঙ্গে সম্পর্ক গড়ল ডাচ্-বাংলা ব্যাংক।

বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। শিরোপার জন্য লড়াইয়ে নামবে ৭ দল। খেলাগুলো সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, গাজী টিভি, টি স্পোর্টস অ্যাপ ও র‍্যাবিটহোলবিডি অ্যাপে।

এবারের বিপিএলে অংশ নেবে— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা