প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৫ পিএম
বিপিএলের লোগো উন্মোচন
বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। তার সঙ্গে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।
আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বিপিএলের আগামী আসরের লোগো উন্মোচন করা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে। সাড়ে ৫ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হয়েছে ব্যাংকটি। গতবারও একই দাম ছিল টাইটেল স্পন্সরের। সে হিসাবে এবার দাম বাড়েনি। বিপিএলের একাদশ আসরের নাম থাকছে ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের সম্পর্কটা দীর্ঘদিনের। বাংলাদেশের অভিষেক টেস্টের পৃষ্ঠপোষক ছিল ডাচ্-বাংলা ব্যাংক। অনেক দিন ধরেই টাইগারদের হোম সিরিজের টাইটেল স্পন্সরও ডাচ্-বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএলের সঙ্গে সম্পর্ক গড়ল ডাচ্-বাংলা ব্যাংক।
বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। শিরোপার জন্য লড়াইয়ে নামবে ৭ দল। খেলাগুলো সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, গাজী টিভি, টি স্পোর্টস অ্যাপ ও র্যাবিটহোলবিডি অ্যাপে।
এবারের বিপিএলে অংশ নেবে— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।