× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান সিরিজ

বাংলাদেশের ওয়ানডেতে অন্য রকম ট্রিপল সেঞ্চুরি হাঁকাচ্ছে শারজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:১৭ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:১৮ পিএম

শারজা ক্রিকেট স্টেডিয়াম

শারজা ক্রিকেট স্টেডিয়াম

একে একে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২৯৯টি। গত সেপ্টেম্বরে হয়েছে সবশেষ ম্যাচটি। আজ শারজা ক্রিকেট স্টেডিয়াম ছুঁয়ে ফেলবে নতুন এক মাইলফলক। ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাতের মাঠটি। শারজা অন্যরকম ট্রিপল সেঞ্চুরিটি করবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচ আয়োজন করে।

জনসংখ্যায় সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজার সৌন্দর্য বৃদ্ধি করেছে স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামে খেলা হয়েছে ৯টি টেস্ট, ২৫২টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি। আজ বিকালে টাইগার-আফগানদের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের রেকর্ড করবে শারজা ক্রিকেট স্টেডিয়াম। 

মরুভূমির স্টেডিয়ামটি সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে অনেক আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেছে। আজ প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের মাইলফলক ছুঁয়ে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে শারজা।

বিরূপ আবহাওয়ার কারণে ২০১৯ সালে একটি ম্যাচ বাতিল হয়ে যায়। এ বছরও একটি ম্যাচ মাঠে গড়ায়নি প্রকৃতির ঘামখেয়ালির কারণে। সেই দুই ম্যাচে একটি করে বল মাঠে গড়ালেই বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি শারজার ৩০০তম ম্যাচ হিসেবে জায়গা করে নিতে পারতো না।

শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল ১৯৮৪ সালে। এশিয়া কাপের সেই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে ধরাশায়ী করেছিল শ্রীলঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা