× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি চ্যাম্পিয়নস লিগ

আল আইনের জালে রোনালদোদের গোল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:৫৫ পিএম

রোনালদোর গোলের উচ্ছ্বাস

রোনালদোর গোলের উচ্ছ্বাস

ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ম্যাজিক দেখান, তখন কোনো চ্যাম্পিয়ন টিমও পাত্তা পায় না। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে ফের মিলল তার প্রমাণ। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল আইনকে মঙ্গলবার রাতে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রোনালদোর আল নাসর। সংযুক্ত আরব আমিরাতের সেই দলটির বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। দারুণ এ জয়ে টুর্নামেন্টের পশ্চিমাঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে তিনে জায়গা করে নিয়েছে সৌদি ক্লাবটি।

আল আউয়াল পার্কে দুরন্ত এ জয়ে মধুর প্রতিশোধ নিয়ে ফেলল আল নাসর। গত মৌসুমে এই আল আইনের কাছেই শেষ আটে হেরে ছিটকে গিয়েছিল রোনালদোর দল। ৪ ম্যাচে তিন জয়ে আল নাসরের পুঁজি এখন ১০ পয়েন্ট। শীর্ষে থাকা অন্য দুটি ক্লাবও সৌদি আরবের- আল হিলাল ও আল আহলি। দু্টি ক্লাবেরই সংগ্রহ সমান ১২ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে চূড়ায় বসে আছে আল হিলাল।

ম্যাচের পঞ্চম মিনিটেই অ্যান্ডারসন তালিসকার গোলে লিড নেয় আল নাসর। রোনালদো গোল উপহার দেন ৩১ মিনিটে। সেনেগালের তারকা প্লেমেকার সাদিও মানের লং শট আল আইনের গোলরক্ষককে পরাস্ত করতে না পারলেও ফিরতি বলটি পেয়ে যান রোনালদো। সিআরসেভেনের গোল করতে আর কোনো ভুল হয়নি।

ম্যাচের বয়স ৬ মিনিট বাড়তেই আল আইন আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আরও। ৫৬ মিনিটে ভুলে নিজেদের বল জড়িয়ে দেন আল নাসরের বেন্তো। ৮১ মিনিটে ওয়েসলের কল্যাণে ৪-১ গোলে এগিয়ে যায় আল নাসর। ইনজুরি টাইমে তালিসকার জোড়া গোল পূর্ণ হলে আল আইনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় আল নাসর।

টুর্নামেন্টের পূর্বাঞ্চলের পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে জাপানের ভিসেল কোবে। দক্ষিণ কোরিয়ার গোয়াংজু এফসিকে ২-০ গোলে ধরাশায়ী করে শীর্ষস্থান দখল করেছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা