চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:৪৬ পিএম
হ্যাটট্রিকম্যান লুইস দিয়াজের গোল উদ্যাপন
ম্যানচেস্টার সিটি গুঁড়িয়ে যাওয়ার রাতে জয়ের ছন্দ ধরে রেখেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি দুর্বার গতিতে ছুটে চলেছে জয়রথে চেপে। নিজেদের মাঠ অ্যানফিল্ডে লুইস দিয়াজের দারুণ হ্যাটট্রিক পারফরম্যান্সে বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলের বন্যায় ভাসিয়েছে দ্য রেড শিবির।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে লিভারপুলের বিপক্ষে ম্যাচের বিপক্ষে শুরু থেকেই খাবি খেতে থাকে লেভারকুসেন। প্রথম মিনিট থেকেই দ্য রেড শিবিরের আক্রমণে দিশাহারা হয়ে পড়ে জার্মান চ্যাম্পিয়নরা। লেভারকুসেনের বক্সের কাছাকাছি যেন বল ঘুরপাক খাচ্ছিল কেবল। তাতে জার্মান ক্লাবটির যেন পাল্টা আক্রমণ ছাড়া আর কিছু করারই ছিল না।
যদিও শুরুতে প্রতিপক্ষের রক্ষণে লেভারকুসেন হানা দিতে পেরেছে কমই। লিভারপুল আক্রমণ শানিয়েও গোলের মুখ দেখতে পাচ্ছিল না। এমনকি ফ্রি-কিক থেকেও লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয় লিভারপুল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও ম্যাচের চিত্রনাট্য ছিল একই। লিভারপুল একের পর এক আক্রমণ রচনা করে। আর জবাবে লেভারকুসেন রক্ষণে তৈরি করে দুর্ভেদ্য দেয়াল। পাশাপাশি পাল্টা আক্রমণ করে যাচ্ছিল তারা। শেষে ম্যাচের ৬১ মিনিটে ভাঙে ডেড লক।
কার্টিস জোন্সের দারুণ থ্রু পাস থেকে বল পেয়ে গোল করেন লুইস দিয়াজ। এ গোলই বদলে দেয় মাঠের লড়াইয়ের চিত্রনাট্য। এ গোলের আনন্দ মিলিয়ে যাওয়ার আগেই ২ মিনিটের মধ্যে দর্শনীয় হেডে লিভারপুলের জার্সিতে গোল ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। পরে আরও ২ গোল আদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ। সুবাদে লিভারপুল ছিনিয়ে নেয় ৪-০ গোলের অসাধারণ এক জয়।
টুর্নামেন্টের অন্য ম্যাচে জয়ের দেখা পায়নি জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব লিলের সঙ্গে।