× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

লিসবনে বিধ্বস্ত গার্দিওলার সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১২:২৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১২:৫৮ পিএম

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না

রিয়াল মাদ্রিদের মতো একই দশা এখন ম্যানচেস্টার সিটির! তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাজে সময়ের কারণ অন্য। চোটের ধকল কাটিয়ে উঠতে গিয়ে সিটি যেন এখন একটি হাসপাতালে রূপ নিয়েছে! তার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও। যার পরিণাম কেবল বড় ধরনের বিপর্যয়। কারাবাও কাপ থেকে আগেই ছিটকে গেছে সিটি। পরে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের তেতো স্বাদও হজম করেছে। সব মিলিয়ে সময়টা যাচ্ছেতাই খারাপ যাচ্ছিল ইতিহাদ শিবিরের।

প্রতিপক্ষের মাঠ এস্তাদিও হোসে আলভালাদেতে মঙ্গলবার রাতে জয়ের ছন্দে ফেরার দারুণ সুযোগ ছিল সিটির। স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিল সিটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! এ ম্যাচেও সিটি বঞ্চিত হলো জয় থেকে। ভিক্টর এইনার গাইকেরেসের দুরন্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে স্পোর্টিং লিসবনের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। অবিশ্বাস্য এক হার!

২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম ৪ গোল হজম করলেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। আর তাতে ২০১৮ সালের এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন হার দেখল সিটির অনুরাগীরা।

দুঃস্বপ্নের হারে কষ্টটা আরও বেড়েছে আর্লিং হলান্ডের পেনাল্টি মিসে। বিরতির পর তার পেনাল্টি শট ওপরের পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সিটিকে গুঁড়িয়ে লিসবন থেকে বিদায় নিয়েছেন কোচ রুবেন আমোরিম। এ আমোরিম এবার পেপ গার্দিওলাসহ প্রিমিয়ার লিগের অন্য কোচদের প্রতিপক্ষও হতে যাচ্ছেন। কেননা তার নতুন ঠিকানা হচ্ছে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

লিসবনের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে ফিল ফোডেনের গোলে শুরুটা চমৎকার ছিল সিটির। তাদের শো ওখানেই শেষ! ম্যাচের বাকিটুকু শুধু যেন লিসবনের রূপকথার গল্প লেখার সুখস্মৃতি। এমন হারের পর গার্দিওলার কণ্ঠে ঝরল তাই হতাশার সুর, ‘৪-১ গােলে হারের পর বেশি কিছু বলার নেই। স্পোর্টিং লিসবনকে অভিনন্দন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা