জেদ্দায় নিলাম হবে ২৪-২৫ নভেম্বর
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ০১:০৩ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:১৯ পিএম
আইপিএল নিলাম বসবে এবার জেদ্দায়
আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আইপিএলের অষ্টাদশ আসরের মেগা নিলাম। যেখানে ১৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে।খবরটি আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবার আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, তাসকিন ও তানজিম ছাড়া বাকি ১০ জনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের, ২ কোটি রুপি। অন্যদিকে তানজিম ও তাসকিনের ভিত্তিমূল্য এক কোটি রুপি।
আইপিএলের রিটেনশনের সুযোগ শেষ হয়েছে ৩১ অক্টোবর। আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য নিজেদের দলে রেখে দিয়েছে। নিলাম থেকে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার কিনে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের মধ্যে দল পেতে পারেন ৭০ জন বিদেশি ক্রিকেটার। বিসিসিআই কোন দেশ থেকে কতজন ক্রিকেটার নিলাম নাম তালিকাভুক্ত করেছে সেই সংখ্যাটি দিয়েছে। তবে ক্রিকেটারদের নাম জানা যায়নি। ওই তালিকায় বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন ১৩ জন।
আইপিএল নিলামে ভারতের পর সর্বোচ্চ ৯১ জন ক্রিকেটারের নাম জমা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২৯, নেদারল্যান্ডসের ১২ জন ক্রিকেটারের নাম তোলা হবে নিলামে। এছাড়া স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ আইসিসি সহযোগী ও সহকারী দেশগুলোর খেলোয়াড়রাও থাকছে নিলামে।