× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবেন জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২১:৪৬ পিএম

এ বছরের মার্চে নিজেদের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা।    প্রবা ছবি

এ বছরের মার্চে নিজেদের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। প্রবা ছবি

মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে আলোকে বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। ২০২৫-২০২৯ চক্রে প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে। 

২০২২ সালের মে থেকে শুরু হওয়া এফটিপির চলতি চক্র শেষ হবে ২০২৫ সালের এপ্রিলে। তারপর শুরু হবে নতুন চক্র। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো। ২০২২-২৫ চক্রের মতো এই চক্রেও ৮টি ওয়ানডে সিরিজে ২৪টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। যার মধ্যে রয়েছে চারটি হোম, চারটি অ্যাওয়ে সিরিজ। 

এই বছরের মার্চে নিজেদের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। আগামী চক্রে প্রথমবার তারা খেলতে যাবে অস্ট্রেলিয়া সফরে। এর আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারা। ইংল্যান্ডে অবশ্য কখনোই খেলার সুযোগ হয়নি জ্যোতিদের। এবার খেলবেন প্রথমবার সিরিজ।

বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে। আর টাইগ্রেসরা সফর করবে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই সময়ের মধ্যে আছে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথমবারের মতো ২০২৭ সালে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উইমেন্স চ্যাম্পিয়নশিপের আগের চক্রে ছিল ১০ টি দল। এবার জিম্বাবুয়েকে যুক্ত করে সংখ্যা উন্নীত হলো ১১ তে। প্রত্যেক দলই খেলবে ৮টি করে ওয়ানডে সিরিজ। চারটি হোম, চারটি অ্যাওয়ে সিরিজ। সব মিলিয়ে ৪৪টি সিরিজে সর্বমোট ১৩২টি ওয়ানডে খেলবে দলগুলো।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো খেলবে টেস্ট সিরিজও। টেস্টের সঙ্গে তাদের যোগ হতে পারে আরও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চলতি চক্রে বাংলাদেশ দল ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আগামী পর্বেও অনেকটা এ রকমই ম্যাচ খেলবে বলে ধারণা করা হচ্ছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা