প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২১:৩৫ পিএম
এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযান শেষ করে ২ নভেম্বর দেশে ফিরেছে বসুন্ধরা কিংস। এই ক্লাব থেকে ১১ জন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। আগামীকাল বিকেলে বাংলাদেশের টিম হোটেলে ১১ ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে।
নভেম্বর উইন্ডোতে হোমে মালদ্বীপের বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই দুটি ম্যাচকে সামনে রেখে প্রথম দফায় ১৬ জন ফুটবলার ডেকেছিলেন কাবরেরা। ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছেন তিনি। সেই স্কোয়াডে ছিলেন দুজন গোলরক্ষক। আজ প্রকাশিত আরও ১১ জন ফুটবলারের মধ্যে ডাক পেলেন গোলরক্ষক জিকো ও শ্রাবণ। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়বেন একজন গোলরক্ষক।
জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া এবার ২৭ জনের স্কোয়াডেও নেই। পারিবারিক কারণে তিনি এবার ফিফা উইন্ডোতে খেলছেন না। আজ বাংলাদেশ জাতীয় দল একটি অনুশীলন ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির বিপক্ষে। অনুশীলন ম্যাচ নিয়ে কাবরেরার ভাষ্য, ‘আমরা দুই দিন অনুশীলনের একটি ম্যাচ খেললাম। মালদ্বীপ ম্যাচের আগে এটি প্রয়োজন ছিল। আমরা হাই প্রেসিং খেলার চেষ্টা করেছি। যে উদ্দেশ্যে ম্যাচটি খেলেছি। সেটি পূরণ হয়েছে।’
জাতীয় দলে ডাক পাওয়া কিংসের ১১ ফুটবলার হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।