× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল

মার্শালে মান বাঁচল ঢাকা মেট্রোর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম

 ঢাকা মেট্রোর মান বাঁচালেন মার্শাল আইয়ুব। ছবি-বিসিবি

ঢাকা মেট্রোর মান বাঁচালেন মার্শাল আইয়ুব। ছবি-বিসিবি

দলের বিপদে ত্রাতারূপে হাজির হন যিনি, তিনিই মহানায়ক! জাতীয় ক্রিকেট লিগের ঢাকা মেট্রোকে খাদের কিনারা থেকে টেনে তুললেন মার্শাল আইয়ুব। তার সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে ইনিংস ব্যবধানে হার থেকে রেহাই পেয়েছে ঢাকা। ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের সামনেও শতকের হাতছানি। এক রান পেলেই তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করবেন তিনি। বরিশাল-রাজশাহী স্থিতিশীলতার মধ্য দিয়ে গেলেও শেষ দিনে রোমাঞ্চের আভাস দিচ্ছে রংপুর-সিলেট ম্যাচ।

মার্শালের ব্যাটে ঢাকা মেট্রোর লড়াই : ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, আরেকবার প্রমাণ পেল। খুলনার ৩৭৬ রানের জবাবে খেলতে গিয়ে ফলোঅনে পড়েছিল ঢাকা। প্রথম ইনিংসে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয় ইনিংসে দেখাল চমক। মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে স্বস্তি ফিরেছে মেট্রো শিবিরে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ১৩১ রানে এগিয়ে গেছে ঢাকা মেট্রো। ফলোঅনে পড়ে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৭ রান। প্রায় ১৯ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরিতে ১৩০ রানে অপরাজিত মার্শাল আইয়ুব। তার সঙ্গী আমিনুল ইসলাম বিপ্লবও মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। অর্ধশতক থেকে দুই রান দূরে তিনি।

চোখে চোখ রেখে ঢাকার লড়াই : প্রথম ইনিংসে ৩৭১ রান তুলে আদৌ নিজেদের নিরাপদ ভেবেছিল চট্টগ্রাম! ঢাকা যেভাবে তরতরিয়ে এগোচ্ছে তাতে বুঝা যাচ্ছে, এই স্কোর আজই মাড়িয়ে যাবে তারা। বিশেষ করে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের সাহসী পথচলায় তৃতীয় দিনে দলের স্কোরবোর্ডে জমা পড়েছে ৪/২৮১ রান।

কক্সবাজার একাডেমি মাঠে ৬ উইকেট বাকি রেখে আর ৯০ রানে পিছিয়ে ঢাকা। দুই ওপেনারের দারুণ জুটির পর ক্ষণিকের ধস নামে দলে। তাইবুর রহমানকে নিয়ে দ্রুতই সামাল দেন মাহিদুল। অবিচ্ছিন্ন জুটিতে ১০৮ রান যোগ করেন তারা। ৫ চার ও ৩ ছক্কায় ১৫৩ বলে ৯৯ রানে অপরাজিত মাহিদুল। তাইবুর খেলছেন ৩৮ রানে।

জমে ক্ষীর রংপুর-সিলেট ম্যাচ : তিন দিনে ৩২টি উইকেট পড়েছে। দিবালোকের মতো স্পষ্ট রংপুর-সিলেট ম্যাচে দাপট বোলারদের। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রংপুর। রংপুরের ১৯০ রানের লক্ষ্যে তাদের প্রয়োজন ১৩৯ রান। রংপুরের চাই ৮ উইকেট। রংপুরের ১৯০ রানের জবাবে শেষ বিকালে ৫১ রানে দুই উইকেট খোয়ায় সিলেট। তবে পিনাক ঘোষের আত্মবিশ্বাসী পথচলা দেখে মনে হচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে শেষ দিন।

এদিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ড্রয়ের পথে এগোচ্ছে বরিশাল-রাজশাহী ম্যাচ। তিন দিনে মাত্র শেষ হয়েছে দুই দলের প্রথম ইনিংস। তৃতীয় দিন শেষে ৬৫ রানে এগিয়ে রাজশাহী। প্রথম ইনিংসে ৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১০ রানে দিন শেষ করে বরিশাল। এর আগে বরিশালের ২০৫ রানের জবাবে রাজশাহী করে ২৭৫ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা