প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চলতি মাসের মাঝামাঝিতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল।
আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। ২০ নভেম্বর লিওনেল মেসিদের ম্যাচে প্রতিপক্ষ পেরু। ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে আর্জেন্টিনা। সবশেষ ছয় দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে দুটিতে। তিনটি ম্যাচ ড্র হয়েছে। একটি প্যারাগুয়ের পক্ষে গেছে। আর পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতেই জয় আর্জেন্টিনার। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।
আর্জেন্টিনার ম্যাচের একদিন আগে (১৪ নভেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তাদের পরের ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। ২০ নভেম্বর মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। পরেরটি ভোর পৌনে ৭টায়।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আর্জেন্টিনা। দলটির পয়েন্ট ২২। ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্র তাদের। ব্রাজিলের অবস্থান চতুর্থতে। দলের পয়েন্ট ১৬ । ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয় তাদের।