প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৬:১০ পিএম
দলের ধারাবাহিক ব্যর্থতায় শেষ পর্যন্ত বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচের এমন ছাঁটাইয়ের বিষয়টিতে কষ্ট পেয়েছেন দলের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। ঠিক কী কারণে ক্ষমা চেয়েছেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন পর্তুগিজ তারকা।
টেনহাগের বরখাস্তের পর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ম্যানইউ মুখোমুখি হয় চেলসির। সেখান থেকে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। তার পরই ব্রুনো জানান, টেন হাগের সঙ্গে তার কথোপকথের কথা।
স্কাই স্পোর্টসকে ম্যান ইউ অধিনায়ক বলেছেন, ‘যখন কোচকে চলে যেতে হয়, তখন কিন্তু কিছু দায় নিজের কাঁধেও নিতে জানতে হয়। কারণ দল ভালো করছে না।’
পর্তুগিজ তারকা ব্রুনোর মতে, ব্যর্থতার জন্য ১৫ জন খেলোয়াড়ের চেয়ে কোচকে ছাঁটাই করা সহজ, ‘১৫জন খেলোয়াড় সরানোর চেয়ে কোচকে সরিয়ে দেওয়া সহজ। আমি টেন হাগের সঙ্গে কথা বলেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। আমি খুব হতাশ হয়েছি তাকে এভাবে চলে যেতে হয়েছে দেখে। চেষ্টা করেছি তাকে সাহায্য করতে। আমিও গোল পাচ্ছিলাম না। দলও স্কোর করতে পারছিল না। তাই নিজেকে দায়ী মনে করছিলাম।’