প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
বয়সভিত্তিক ফুটবলে উত্তর কোরিয়ার জয়রথ থামাতে পারছে না কেউ। মাসদেড়েক আগে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছিল কোরিয়া। সেই রেস না কাটতেই এবার অনূর্ধ্ব-১৭ নারী দল মেতেছে বিশ্বকাপ জয়ের আনন্দে। আঙুলের কড়ে গুনে মোট ৪২ দিনে এই অর্জন দেশটির নারী ফুটবলাররা।
ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে উ. কোরিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া।
এই শিরোপার সুবাদে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এখন উত্তর কোরিয়া।
ম্যাচে দারুণ পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিক নিয়েছিল স্পেন। সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা।
সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এই পর ম্যাচের ফল আসে টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত হয় উত্তর কোরিয়ার।