প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১১:২৬ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১১:৩৮ এএম
হান্সি ফ্লিকের ছোঁয়ায় যেন আমূল বদলে গেছে বার্সেলোনা। সেভিয়া, বায়ার্ন মিউনিখের পর রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন বার্সার কাছে কেউই পাত্তা পায়নি। তারই ধারাবাহিকতায় এবার ধরাশায়ী হলো নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল।
লা লিগায় রবিবার কাতালুনিয়া ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। সামার সাইনিং দানি ওলমোর দুটি চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে থাকে বার্সা। স্কোরশিটে নাম লেখান রাফিনহাও।
প্রথমার্ধেই বার্সা জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। এ সময়ে তাদের সামনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি এস্পানিওল। মাত্র ১২ মিনিটে এগিয়ে যায় বার্সা। লামিনে ইয়ামাল এস্পানিওলের ডিফেন্স চেড়া পাস দেন। প্রথম শটেই জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন ওলমো।
১১ মিনিট পর মার্ক কাসাদো এস্পানিওলের রক্ষণকে ফাঁকি দিয়ে বল বাড়ান। সামনে এগোতে থাকা রাফিনহা সহজেই গার্সিয়ার মাথার ওপর দিয়ে জালে বল জড়ান। ওলমো তার দ্বিতীয় গোল করেন ৩১ মিনিটে। লম্বা শটে স্প্যানিশ তারকা ৩-০ করেন। ম্যাচের ৬৩ মিনিটে হাভিয়ের পুয়াদো ১টি গোল শোধ দেন বার্সাকে।
লা লিগায় এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়াল বার্সা। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্টে ২-এ রিয়াল।