প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১১:০৬ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১১:৩৫ এএম
জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন ঋদ্ধি। সংগৃহীত ছবি
সৌরভ গাঙ্গুলির পর ভারতের জাতীয় দলে দাপট দেখাতে পারেননি পশ্চিমবঙ্গের কোনো ক্রিকেটার। দীর্ঘদিন পর দেশটির টেস্ট ক্রিকেটে জায়গা পাকাপোক্ত করেছিলেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তবে অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। এবার ক্রিকেটকেই বিদায় বলে দিলেন। ঋদ্ধির ভাষ্য, আকাঙ্ক্ষিত যাত্রায় যা পেয়েছেন তাতে তিনি খুশি।
গতকাল রবিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ঋদ্ধিমান। সমাজমাধ্যমে দেওয়া পোস্টে এ তারকা জানান, চলমান রঞ্জি মৌসুমই হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে নিজের নাম দেননি ঋদ্ধিমান। ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএলেও আর দেখা যাবে না তাকে।
ভারতের হয়ে সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ঋদ্ধিমান। সমাজমাধ্যম এক্সে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্রিকেটে আকাঙ্ক্ষিত এক যাত্রা শেষে এটাই আমার শেষ মৌসুম (রঞ্জি ট্রফিতে) হতে যাচ্ছে। অবসরের আগে শেষবারের মতো আমি বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।’
গত মাসে চল্লিশে পা দেওয়া ঋদ্ধিমান ভারতের হয়ে ৪০ টেস্টের পাশাপাশি ৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ভারতের উইকেটকিপারদের মধ্যে সেঞ্চুরির তালিকায় ২-এ তিনি। টেস্টে ৩ সেঞ্চুরির মালিক এ ঋদ্ধিমানের ওপরে ধোনি ও ঋষভ পন্ত (যৌথভাবে প্রথম)। উইকেটের পেছনে নিপুণ দক্ষতার জন্য পরিচিতি পাওয়া ঋদ্ধিমানের টেস্টে ১ হাজার ৩৫৩ রান আছে।