প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ০৯:৫০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১১:১৫ এএম
শুরুতে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি ইউনাইটেড। সংগৃহীত ছবি
ব্রুনো ফের্নান্দেসের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই লিড ওল্ড ট্রাফোর্ডে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। মোইসেস কাইসেদো চেলসির হয়ে সমতা আনার পর গোল পায়নি দুই দলের কেউ। শেষ পর্যন্ত ড্রতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের।
কয়েক দিন আগেই এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর গত বুধবার লিগ কাপের শেষ ষোলোয় লেস্টার সিটিকে ৫-২ গোলে হারায় ইউনাইটেড। প্রিমিয়ার লিগেও জয়ের ধারা ধরে রাখতে পারত ক্লাবটি। তবে প্রথমে এগিয়ে গিয়েও তা হয়নি। চেলসির বিপক্ষে রেড ডেভিলদের ম্যাচটি ১-১ গোলে সমতা হয়েছে।
আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে ৭০ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস। হয়লুনকে ফাউল করে বসেন চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস। এরপর রেফারি পেনাল্টি দিলে গোল আদায় করতে ভুল করেননি ফের্নান্দেস। চেলসি ম্যাচে সমতা ফেরায় তার ৪ মিনিট পরই। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেনি ইউনাইটেড। বল পেয়ে দারুণ এক ভলিতে গোল আদায় করেন কাইসেদো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচ।
এ ড্রয়ের পর ১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৪-এ উঠেছে চেলসি। সমান ম্যাচে তিনটি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ২-এ আছে ম্যানচেস্টার সিটি।