× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় দলে ফিরতে নয়, বিপিএলের জন্যই ব্যাটিং অনুশীলন: তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ০০:৩২ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ০০:৩৫ এএম

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিং অনুশীলনে তামিম ইকবাল

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিং অনুশীলনে তামিম ইকবাল

অনেক দিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না তামিম ইকবাল। গত বছরের সেপ্টেম্বরে সবশেষ লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন দেশসেরা এ ওপেনার। এরপর আর দেশের হয়ে খেলেননি এ তারকা ক্রিকেটার। শনিবার থেকে অনুশীলনে করে যাচ্ছেন। এ কারণে অনেকে ধরেই নিয়েছেন, শিগগিরই জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপাবেন সাবেক এ টাইগার অধিনায়ক।

রবিবার একটি টিভি চ্যানেলকে তামিম বলেন, 'আমি দলে ফিরছি এসব মিডিয়ার করা। আমি দলে ফিরছি না, এটাও আপনাদের (মিডিয়ার) করা। আমি একবারও কি বলেছি দলে ফিরছি, কিংবা দলে ফিরবো না?'

তামিম আরও যোগ করেন, 'মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইউটিউবে কনটেন্ট করেন তারা এমনভাবে সাজিয়ে নাটক করছেন, যেন মনে হয় আমি বোর্ডের সাথে মজা নিচ্ছি। ওরা নিজেদের মতো করে গল্প সাজায়, রেপুটেশন (সুনাম) খারাপ করে আমার। যেখানে আমি কোনো কমেন্টই (মন্তব্য) করছি না।'

তার জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন না ছড়ানোর অনুরোধ তামিমের , 'সবাইকে অনুরোধ করবো, আমার ফেরা বা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে, দল স্বাগত জানাবে তা-ও তো না। যদি বোর্ড-নির্বাচকরা মনে করেন আমার প্রয়োজন, তারপর তো আমি ফিরতে চাই কি না সেটাও তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত……।'

ফের অধিনায়কত্ব ফিরে পাওয়ার খবরে তামিমের মন্তব্য, 'এখন যেটা হচ্ছে, শেষ তিন-চার মাস দেখছি আমাকে অধিনায়ক বানিয়ে দেয়া হচ্ছে, আবার দলে নেয়া হচ্ছে আবার ফেরাতে চায় না- সবকিছুই কিন্তু বুঝতে পারছেন কারা তৈরি করছে। এসবের একটাতেও কিন্তু আমার মন্তব্য খুঁজে পাওয়া যাবে না।'

জাতীয় দলে ফেরা বা না ফেরার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিপিএল সামনে রেখে নিজেকে ঝালাই করে নিতেই ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েছেন। এ নিয়ে তামিমের ভাষ্য, 'এ ব্যাপারে কারো সাথে আলোচনা হয়নি। কারোর সাথে কখনো কথাও বলিনি। আমি এখন ব্যাটিং শুরু করেছি বিপিএলের কথা মাথায় রেখে। বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছি। এর বাইরে এই মুহূর্তে মাথায় আর কিছু নেই।'

তামিম ব্যাটিং অনুশীলন করায় গুঞ্জন ডালপালা মেলে চলেছে চারদিকে। এ বিষয়ে তারকা এ উদ্বোধনী ব্যাটার বলেন, 'আমি তো বলিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি। কিংবা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তৈরি হচ্ছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই।'

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে কোনো ভাবনা নেই তামিমের, 'এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা