প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২৩:৩৯ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২৩:৫৫ পিএম
আনিসুর রহমান জিকো
জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন আনিসুর রহমান জিকো। শৃঙ্খলাভঙ্গের অপরাধে বছর খানেক সময় জাতীয় দলের বাইরে কাটিয়েছেন। নিষেধাজ্ঞা শাস্তি শেষে অবশেষে দলের ক্যাম্পে ফিরলেন তারকা এ গোলরক্ষক।
আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ দুটির ভেন্যু কিংস অ্যারেনা। নতুন এ মিশনকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। আগামী ৫ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন জিকো। জাতীয় দলে ফেরার খবরটি নিশ্চিত করেছেন জিকো নিজেই।
প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন জিকো। সর্বশেষ বসুন্ধরা কিংসের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগে দুটি ম্যাচ খেলেছেন এ গোলবারের অতন্দ্র প্রহরী। তার বদলে জাতীয় দলে এখন গোলবার সামলাচ্ছেন মিতুল মারমা। পোস্টের সামনে গ্লাভস হাতে দাঁড়াতে হলে এই মিতুলের সঙ্গেই লড়াই করতে হবে জিকোকে।
২০২০ সালে জাতীয় দলের লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় জিকোর। দেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কারও জেতেন জিকো।