প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:০০ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে সাবিনা খাতুনদের সঙ্গে কোচ জেমস পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অবশ্য সেসব চাপা দিয়ে চ্যাম্পিয়ন বেশে দেশে ফিরে বাংলাদেশ নন্দিনীরা। সাবিনা-ঋতুপর্ণা চাকমাদের দেশে ফেরার দিনে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে কাজে অনাগ্রহ প্রকাশ করেন কোচ বাটলার। অনেকটা অভিমানী সুরে জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে শিগগিরই বাফুফের সঙ্গে কথা বলবেন তিনি। এর পরই নানা কথা চালাচালি হয়। গুঞ্জণ উঠে, বাটলারের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক কোচ গোলাম রাব্বানী ।
তবে আজ নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, বাফুফে বাটলারকে ধরে রাখতে চায়। তিনি বলেন, ‘আমরা বাটলারকে রেখে দিতে চাই, তাকে ফুটবলের জন্যই দরকার। এযাবৎ বাংলাদেশে যত কোচ এসেছেন, বাটলারকেই আমাদের সেরা মনে হয়েছে।’
বাংলাদেশের ইংলিশ কোচ চেয়েছিলেন, দলে তারুণ্যের আধিক্য।সিনিয়রদের চেয়ে জুনিয়রদেরই বেশি গুরুত্ব দেন তিনি। যা দলে ফাটল সৃষ্টি করে। তাৎক্ষণিক বাটলারের বিরোধিতা করেন সিনিয়ররা। সিনিয়র ফুটবলারদের সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। কিরণ বলেন, ‘আমি কোচের সঙ্গে কথা বলেছি, খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। সবাইকে বুঝিয়েছি। আমি মনে করি, বিষয়টা একটা ভুল বোঝাবুঝি ছিল। কোচ নিজের মতো করে দল গোছাতে চেয়েছিলেন। পরীক্ষা–নিরীক্ষায় গেছেন। এটিতে সিনিয়র খেলোয়াড়েরা মনে করেছে ওদের বাদ দিতে চাচ্ছেন বাটলার।’