প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২১:৫৭ পিএম
রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্ত
লাল বলের ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। ২০২৩ সালে অধিনায়কত্ব দায়িত্ব পেয়ে নাজমুল হোসেন শান্ত এ যাবত ঘরের মাঠে হেরেছেন পাঁচ টেস্টে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টে হারলেও শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ২টি করে। মাঝে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি হয়েছে কেবল। তবে পাকিস্তান জয়ের প্রেরণা মোটেই কাজে দেয়নি ভারত সফরে। দুটি টেস্টেই হার মানতে হয়েছে টাইগারদের।
২০২৩ সাল থেকে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়ক এতদিন ছিলেন শান্ত। এবার সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত শর্মা। নিজের নামের পাশে রোহিতের নাম দেখে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে নিতেই পারেন টাইগার কাপ্তান শান্ত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ছুঁড়া ১৪৭ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ভারত গুটিয়ে গেছে ১২১ রানে। তাতে ২৫ রানে শুধু হারই মানেনি স্বাগতিকরা। তিন ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। এ হারে নিজেদের মাঠে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৫ টেস্টে হারের তেতো স্বাদ হজম করলেন রোহিত।
অস্ট্রেলিয়ার কাছে ইনদোর টেস্টে ৯ উইকেটে ভারত হেরেছিল ২০২৩ সালের মার্চে। এ বছর ইংল্যান্ড হায়দরাবাদ টেস্টে ভারতকে কুপোকাত করে ২৮ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে অক্টোবর-নভেম্বর মাসে ভারত হার মানল ৩ টেস্টে।
আরেক লজ্জার রেকর্ডে অংশীদার হয়েছেন রোহিত। ঘরের মাঠে ১৬ টেস্টে অধিনায়ক হয়ে হজম করেছেন ৫ হার। ভারতের অন্য কোনো অধিনায়ক এত দ্রুত নিজেদের মাঠে ৫ টেস্ট হারেননি। সামগ্রিকভাবেই ভারতের হয়ে ঘরের মাঠে টেস্ট হারা অধিনায়কের তালিকায় দুইয়ে চলে এসেছেন রোহিত শর্মা।