প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
অতীতের ব্যর্থতা ভুলে ওয়ানডে দিয়ে ছন্দে ফেরার পাশাপাশি নিজের সেরাটা দিতে চান জাকির হাসান; ছবি: আ. ই. আলীম
চলতি বছরের মার্চে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। পরের আট মাসে শুধু টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটেই খেলেছে টাইগাররা। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ফের ওয়ানডে সংস্করণে ফিরছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। যার মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আবহে ঢুকবে দল।
শারজায় আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের তিনটি ওয়ানডে।
আফগান সিরিজ সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছে প্রথম ভাগের বাংলাদেশ দল। সফরের
বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আজ রবিবার আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দিয়েছেন। দ্বিতীয়
ধাপে দেশ ত্যাগের আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি
হয়েছিলেন টাইগার টপ অর্ডার ব্যাটার জাকির হাসান।
অতীতের ব্যর্থতা ভুলে ওয়ানডে দিয়ে ছন্দে ফেরার পাশাপাশি নিজের সেরাটা
দেওয়ার কথা জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। জাকির বলেছেন, ‘ব্যাটার হিসেবে লক্ষ্য থাকবে
আমার সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করব।’
বাংলাদেশ দলের দীর্ঘ সময়ের সমস্যা টপঅর্ডারে রান না আসা। জাকির কথা
বলেছেন তা নিয়েও। তার মতে অতীত পেছনে রেখে সামনে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগ
দেওয়া উচিত, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটা ম্যাচেই
আমরা ওপেনাররা ভালো করতে পারি নাই। এজন্য আমরা ভুগেছি। অ্যাট দ্য সেম টাইম ওটা নিয়ে
পড়ে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘পরের সিরিজে আমরা সবাই চেষ্টা করছি ভুলগুলো
কোথায় তা খুঁজে বের করার। সেগুলো কাটিয়ে উঠে প্রতি সিরিজে ওপেনিংয়ে বা টপঅর্ডার থেকে
একটি জুটি গড়ার চেষ্টা থাকবে যেন মিডলঅর্ডারদের জন্য কাজ আরও সহজ হয়।’
সম্প্রতি ফর্ম বিবেচনায় বাংলাদেশের থেকে বেশ এগিয়ে আফগানরা। তবে তা
নিয়ে ভাবছেন না বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো।
এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে
ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে
ভালো খেলতে পারব, ওই শক্তি নিয়েই কাজ করব।’
অবশ্য শারজায় আফগানিস্তানের বিপক্ষে জেতা চ্যালেঞ্জিং মানছেন জাকির,
‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে ভালো একটি সিরিজ হবে বলেই আশা করছি। আমি যতটুকু জানি, শারজার
উইকেট খুব ভালো হয়। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’
আফগানিস্তানের বিপক্ষে যেকোনো সিরিজের শুরুতে দলটির বোলিং আক্রমণ
নিয়েই বেশি আলোচনা হয়। শারজায় আফগানিস্তানের রেকর্ডও ভালো। এ বছর সেখানে খেলা ৫টি ওয়ানডের
মধ্যে ৪টিই জিতেছে আফগানরা। জাকিরও আফগান বোলিংয়ের প্রশংসা করলেন, ‘ওরা বোলিংয়ে অনেক
উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে, ওটা নিয়ে চিন্তা করার চেয়ে
আমাদের শক্তির জায়গা কোনটা, তা নিয়ে ভাবা ভালো।’
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর কিছু খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে
রহস্যময় পোস্ট করেছেন। অনেকে বলছেন, দলে সুযোগ না পেয়ে এমন পোস্ট করেছেন তারা। বিষয়টিকে
এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন জাকির, ‘যারা দলে আছেন, তাদের নিজেদের পারফরম্যান্সের দিকে
মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই
বলার নেই।’
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাই করে ফিল সিমন্সকে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি। প্রধান কোচকে নিয়ে জাকির বলেন, ‘উনি খুব কম সময় নিয়ে এসেছেন। এখনও ক্রিকেটারদের দেখছেন। ম্যাচের মধ্যে খুব ছোট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি সামনে আরও বিস্তারিত উনার কাছ থেকে জানতে পারব। যেহেতু আরেকটি সিরিজ সামনে এসেছে। এখন অনেকটা সময় পাচ্ছি, উনিও আমাদের অনেকটা চিনেছেন। তো আমাদের জন্য আরও সহজ হবে সামনে।’