× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল

সেঞ্চুরি ও আক্ষেপের দ্বিতীয় দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২১:২৭ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২১:২৯ পিএম

দুই সেঞ্চুরিয়ান—সাজ্জাদুল হক (বাঁয়ে) ও ইফতেখার হোসেন (ডানে)। ছবি: বিসিবি

দুই সেঞ্চুরিয়ান—সাজ্জাদুল হক (বাঁয়ে) ও ইফতেখার হোসেন (ডানে)। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন বরিশালের ইফতেখার হোসাইন ইফতি ও চট্টগ্রামের সাজ্জাদুল ইসলাম। তবে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার থেকে পাঁচ রান দূরে থেকে মাঠ ছাড়তে হয়েছে পারভেজ হোসাইন ইমনকে। সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কপাল পুড়েছে তার। একই দিনে ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন খুলনার শেখ মেহেদি হাসান। পাঁচ উইকেট নিয়েছেন এই স্পিন অলরাউন্ডার।

সুবিধাজনক অবস্থানে চট্টগ্রাম : দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছিল পারভেজ হোসেনের। স্কোরকার্ডে আর মাত্র পাঁচ রান হলেই প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা মিলত এই ব্যাটারের। তার নিরাশার কারণ হয়েছেন সতীর্থ সাজ্জাদুল। নিজে স্বীকৃত ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেও ছোট্ট ভুলে কপাল পুড়েছে পারভেজের।

রবিবার কক্সবাজার একাডেমি মাঠে সাজ্জাদুল ও পারভেজের শক্ত জুটিতে দ্বিতীয় দিনে ৩৭১ রানে অলআউট হয় চট্টগ্রাম। জবাবে শেষ বিকালে ৬ ওভারে বিনা উইকেটে ২২ রান করে ঢাকা। ৩৪৯ রানে পিছিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।

বরিশাল-রাজশাহীর ম্যাড়মেড়ে ম্যাচ : প্রথম ইনিংসে খেলা হয়েছে ৭৫ ওভার। ব্যক্তিগত সেঞ্চুরি আছে একজনের। তবুও দলীয় স্কোর কেবল ২০৫ রান। জাতীয় ক্রিকেট লিগে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে বরিশাল। রাজশাহীর বিপক্ষে বরিশালের ইনিংস যেন একাই টেনেছেন ইফতেখার হোসেন।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দিনে টস ও খেলা মাঠে গড়ায়। আগে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইফতি। ২০৫ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১৬ রান করেন তিনি। স্বীকৃত ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। দলের বাকি সদস্যরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দিনের শেষ দিকে রাজশাহী ব্যাটিংয়ে নামার এক বল পরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

ফলো-অনে মেট্রো : ব্যাপারটা এমনÑ একপাশে রাশি রাশি বাগান, অন্যপাশে ধু ধু মরু। খুলনা-ঢাকা মেট্রো ম্যাচে সে রকই ঘটেছে। খুলনা যেখানে রানবন্যা বইয়ে দিয়েছে, সেখানে মেট্রো ফলো-অনে পড়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে এখনও ১৫৪ রানে পিছিয়ে ঢাকা মেট্রো। এর আগে ৩৭৬ রানে অলআউট হয় খুলনা। পরে মেট্রোর প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১০ রানে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দিনের শেষ দিকে উইকেট হারায়নি মেট্রো। খুলনার পক্ষে ৬২ রানে ৫ উইকেট নেন মেহেদি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার অষ্টম ৫ উইকেট এটি।

বগুড়ায় বিপাকে রংপুর : বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চলছে বোলারদের দাপট। ঘোর বিপাকে রংপুর। প্রথম ইনিংসে রংপুরের ১৫৮ রানের জবাবে ১৮৯ রানে অলআউট হয় সিলেট। ৩১ রানে পিছিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান। আজ ৩৫ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামবে তারা। সিলেটকে লিড এনে দেওয়ার কারিগর অমিত হাসান। ৬ চারে ১০৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ২৩ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দলের আরও পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউ ত্রিশ রান করতে পারেননি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা