× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে তামিমের অনুশীলন, দলে ফিরছেন?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২০:২৫ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম

আজ মিরপুরের  ইনডোর মাঠে ব্যাট হাতে অনুশীলন করেছেন তামিম ইকবাল—ছবি: আ. ই. আলীম

আজ মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে অনুশীলন করেছেন তামিম ইকবাল—ছবি: আ. ই. আলীম

ছোট্ট একটি ঘটনা, যা জন্ম দিচ্ছে হাজারো প্রশ্ন। তামিম ইকবাল ফের জাতীয় দলে ফিরছেন? ফিরলেও কবে, কখন। দেশসেরা ওপেনারকে নিয়ে রটে যাওয়া গুঞ্জন কতটা সত্য? মূলত রবিবার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় ব্যাট হাতে অনুশীলন করেন তামিম। এরপরই ক্রিকেটপাড়ায় আলোচনা। গুঞ্জনের ডালপালা গজাচ্ছে তরতরিয়ে। কান পাতলেই শোনা যায় ফের জাতীয় দলে ফিরছেন চাটগাঁইয়া নবাব।

প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে তামিম। এরই মধ্যে তার নামের পাশে যুক্ত হয়েছে নতুন পদবি। প্রফেশনাল ধারাভাষ্যকার হিসেবে ভারত-বাংলাদেশ সিরিজে দিয়েছেন ধারাবিবরণী। দেখিয়েছেন মুন্সিয়ানা। আগে অতিথি হিসেবে তামিমকে ধারাবিবরণীতে দেখা গেলেও, এখন সেটিকে পেশা হিসেবেই বেছে নিয়েছেন তিনি। ইংরেজিতে ভালো দখল এবং ক্রিকেট নিয়ে প্রগাঢ় জ্ঞান তাকে আট-দশজনের চেয়ে আলাদা করেছে। এলেন, দেখলেন আর প্রিয় ফ্লিক শটে যেন সবাইকে মোহিত করলেন তামিম।

দিনকয়েক আগেই গুঞ্জন ওঠে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম! এমন গুঞ্জনের মধ্যেই তার মিরপুরে আগমন। শনিবারও মিরপুরে দেখা গিয়েছিল তাকে। আর রবিবার এলেন দুই সতীর্থ হাসান মাহমুদ ও স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে।

এদিন মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তামিমকে। এ সময় বিসিবির কোচ সোহেল ইসলাম তার দেখভালের দায়িত্ব পালন করেন। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই কাজ করছেন সোহেল। সিরিজ শুরুর আগে কিংবা পরে কোচ সোহেলের শরণাপন্ন হয়ে থাকেন অনেক ক্রিকেটারই। সেই ক্লাসে উপস্থিত স্বয়ং তামিম। এর জন্যই গুঞ্জন আরও গাঢ় হয়েছে।

যদিও সাম্প্রতিক সময়ে দেশের একটি স্যাটেলাইট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তামিম সাফ জানিয়েছেন, জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির কোনো কর্মকর্তার সঙ্গে কথা হয়নি তার। সেই সঙ্গে ক্রিকেটপাড়ায় ভেসে বেড়ানো গুঞ্জনকেও গুজব বলে উড়িয়ে দেন।

মিরপুরে অনুশীলন নিয়ে তামিম বলেন, ‘আমি কোথাও বলিনি জাতীয় দল কিংবা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তৈরি হচ্ছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’ ক্যারিবীয় সফরের জন্য তামিম ব্যক্তিগতভাবে প্রস্তুত হতে চান কি নাÑ এমন প্রশ্নে তামিমের জবাব, ‘এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছি।’

ওয়ানডে বিশ্বকাপের আগে আচমকাই দল থেকে বাদ পড়েন তামিম। এর আগে বাঁহাতি ওপেনারকে দেশের হয়ে সবশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে আবারও আলোচনায় তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা