প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম
সাফজয়ী দুই কণ্যার এবার ইউরোপে খেলার সম্ভাবনা— সংগৃহীত ছবি
সাবিনা খাতুন আগেও বিদেশি লিগে ফুটবল খেলেছেন। দেশের বাইরের লিগে খেলার অভিজ্ঞতা আছে সানজিদা আক্তার, মনিকা চাকমা সহ একাধিক ফুটবলারের। তবে তাদের সবার পরিধি ছিল এশিয়াতেই। এবার এশিয়া জয় করা সাফকন্যাদের সামনে ইউরোপে খেলার সুযোগ এসেছে। উত্তর মেসিডোনিয়ার ক্লাব ব্রেরা তিভেরিজার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের। প্রস্তাব পেয়েছেন সাফজয়ী স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমাও।
প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে সাবিনা নিজেই নিশ্চিত করেছেন খেলার প্রস্তাবের বিষয়টি। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর মেসিডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। ভিসার জটিলতা থাকতে পারে। তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে ৪ জন খেলোয়াড়ের কথা বলেছিল। পরে তারা জানুয়ারি থেকে দুজন খেলোয়াড় চেয়েছে।’
সানজিদা-সাবিনারা এর আগে ভারত, মালদ্বীপ ও ভুটানের লিগে খেলেছেন। এবার নেপালে সাফ চলাকালীন সময়েই ভারত এবং ইউরোপের দুটি ক্লাব থেকে ঋতুপর্ণার কাছে প্রস্তাব আসে। ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন সাবিনা। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।