× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল

ভারতকে হটিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৬:৪২ পিএম

কিউইদের কাছে রোহিতরা হেরেছে বড় ব্যবধানে। বোর্ডার গাভাস্কার ট্রফির আগে তাদের এই সিরিজ হার অনেকটা ভোগাবে— সংগৃহীত ছবি

কিউইদের কাছে রোহিতরা হেরেছে বড় ব্যবধানে। বোর্ডার গাভাস্কার ট্রফির আগে তাদের এই সিরিজ হার অনেকটা ভোগাবে— সংগৃহীত ছবি

লন্ডনের লর্ডসের টিকিট কাটতে শুরু হয়ে গেছে ইদুর দৌড়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ফাইনালের টিকিটের দৌড়ে এগিয়ে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এতদিন শীর্ষে থাকা ভারত খুইয়েছে শীর্ষস্থান। কিউইদের কাছে ঘরের মাঠে ধবলধোলাইয়ের পর রোহিত শর্মাদের এই অবনতি। তাদের হটিয়ে সিংহাসন দখল করেছে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল বলছে, অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্র এনেছে, তাদের ঝুলিতে ৯০ পয়েন্ট। অজিদের জয়ের হার ৬২.৫০ শতাংশ। দুইয়ে নামা ভারতের ৫৮.৩৩ শতাংশ। ১৪ খেলায় ৮ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।

৯ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আগের তিন নম্বরে রয়েছে। এক ধাপ উপরে উঠে সেরা চারে উঠে ফাইনালে খেলার জোরালো দাবিদারদের মধ্যে ঢুকে পড়েছে নিউজিল্যান্ড।   দলটি১১ ম্যাচে ৬ জয়ে ৭২ পয়েন্ট পেয়েছে। ব্ল্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৫৪.৫৫ শতাংশ।

কিউইদের দারুণ সাফল্যে এক ধাপ নিচে নেমেছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানে থাকা প্রোটিয়ারা ৮ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্টসহ শতকরা ৫৪.১৭ শতাংশ পয়েন্টে রয়েছে। ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড ১৯ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ইংলিশরা ৯৩ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪০.৭৯। পাকিস্তান রয়েছে সাত নম্বরে। ১০ খেলায় ৪ জয় ও ৬ পরাজয়ে তাদের পয়েন্ট ৪০। দলটির শতকরা পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ।  

বাংলাদেশ আছে আট নম্বরে। টাইগাররা ১০ খেলায় ৩ জয়ে পেয়েছে ৩৩ পয়েন্ট। নাজমুল হোসেন শান্তর দলের শতকরা পয়েন্ট ২৭.৫০ শতাংশ। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যারিবিয়ানদের জয়ের হার ১৮.৫২ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা