প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:২২ পিএম
ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্লুমিনেন্স। কোচ মানো মেনেজেসের সঙ্গে বিতণ্ডায় জড়ানোর পর রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার সাথে চুক্তি বাতিল করেছে ব্রাজিলের সিরি আ লিগের ক্লাবটি। শনিবার (২ নভেম্বর) পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করার কথা নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স।
যদিও কী কারণে চুক্তি বাতিল হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি ক্লাবটি। তবে এরই মধ্যে গত শুক্রবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে কোচের সঙ্গে মার্সেলোর বিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে, নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন মার্সেলো। তখন কাঁধে হাত রেখে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্লুমিনেন্স কোচ মানো মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তে মেনেজেসকে উদ্দেশ করে কিছু একটা বলতে দেখা যায় মার্সেলোকে।
তখন উত্তপ্ত হয়ে মার্সেলোর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় ফ্লুমিনেন্স কোচকে। একপর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন মেনেজেস এবং অন্য একজন খেলোয়াড়কে (জন কেনেডি) ইশারা করে ডাক দেন। এরপর মার্সেলো গিয়ে বেঞ্চে বসে পড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময় দুই পক্ষের চুক্তি বাতিলের খবর সামনে আসে। চুক্তি বাতিলের পর মার্সেলো এখন ফ্রি এজেন্ট।
এদিকে সেই ঘটনা নিয়ে ম্যাচ শেষে নিজের মন্তব্যও জানান মেনেজেস। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি মার্সেলোকে কেন বদলি হিসেবে নামাতে গিয়েও নামাননি, সে ব্যাখ্যা দিতে গিয়ে মেনেজেস বলেছেন, ‘আমি সে সময় মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম। তবে আমি এমন কিছু শুনেছি, যা আমার পছন্দ হয়নি। ফলে আমি আমার মন বদলে ফেলি।’
২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দল দিয়ে ফুটবলের যাত্রা শুরু করেন মার্সেলো। ২০০৫ সালে ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলেও অভিষেক হয় তাঁর। ২০০৭ সালে চলে যান রিয়াল মাদ্রিদে। যেখানে ১৫ বছরে মার্সেলো জিতেছেন ২৫টি ট্রফি।
রিয়াল থেকে অলিম্পিয়াকোস হয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আবার ফেরেন শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। শুধু এটুকুই নয়, দুই মাস আগে ফ্লুমিনেন্সের ট্রেনিং সেন্টারের নামও করা হয় তাঁর নামে। কিন্তু সেই ক্লাবেই শেষটা আর ভালো হলো না মার্সেলোর।
যদিও চুক্তি বাতিলের সিদ্ধান্ত মার্সেলো ও ফ্লুমিনেন্সের পারস্পরিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ক্লাবটি, ‘ফ্লুমিনেন্স ও মার্সেলোর মধ্যে প্রাতিষ্ঠানিক এবং আত্মিক সম্পর্ক অব্যাহত থাকবে। ফ্লুমিনেন্স মার্সেলোকে ধন্যবাদ জানাচ্ছে এবং সব সময়ের মতো সব চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁকে সমর্থন দেবে।’