প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১১:৩৮ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২০:২০ পিএম
এ যেন দুই অধিনায়কের লড়াই! দুই দলের দুই অধিনায়কই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সেঞ্চুরির আনন্দ মলিন করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। ডানহাতি এই ব্যাটারের ঝোড়ো সেঞ্চুরিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।
গতকাল শনিবার (২ নভেম্বর) নর্থ সাউন্ডে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট
হারিয়ে ৩২৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ১২৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১১৭ রানের
ইনিংস খেলেন। জবাবে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে এই রান টপকে গেছে ইংল্যান্ড। অভিষেক
সেঞ্চুরির দিনে ৮৫ বলে ১২৪ রানের ইনিংসে ম্যাচসেরা লিভিংস্টোন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না।
দলীয় ১২ রানের মধ্যেই দুই ওপেনার ব্র্যান্ডন কিং (৭) ও এভিন লুইসের (৪) উইকেট হারায়
স্বাগতিকরা। দুজনকেই সাজঘরে পাঠান এই সিরিজেই অভিষিক্ত তরুণ পেসার জন টার্নার। অবশ্য
তৃতীয় উইকেটে কিসি কার্টি আর শাই হোপের ১৪৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।
ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকানো কার্টি ৭৭ বলে ৭১ রানে আউট হয়ে
যান। এরপর শেরফেন রাদারফোর্ডকে নিয়ে ৫৭ বলে ৭৯ রানের জুটি গড়েন হোপ। আগ্রাসী ব্যাটিংয়ে
৪ চার আর ৩ ছক্কায় ৩৬ বলে ৫৪ রান করেন রাদারফোর্ড। ১৭তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো হোপের
সাথে শিমরন হেটমেয়ার ২৪, ম্যাথু ফোর্ড ২৩ ও রস্টন চেজের ২০ রানে স্বাগতিকদের সংগ্রহ
তিনশ ছাড়ায়।
৩২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ ওপেনার উইল জ্যাকস ১২,
তিনে নামা জর্ডান কক্স ৪ করে বিদায় নেন। তবে আরেক ওপেনার ফিল সল্ট ৫৯ বলে ৫৯, জ্যাকব
বেথেল ৫৭ বলে ৫৫ রান করে সফরকারীদের ম্যাচে রাখেন। এরপর স্যাম কারেনকে নিয়ে ১৪০ রানের
জুটি গড়েন লিভিংস্টোন। ৬০ বলে ৫০ করা লিভিংস্টোন ১০০ রান করেন ৭৭ বলে।
শেষদিকে ৫২ করে কারান বিদায় নিলেও থামেনি লিভিংস্টোনের ঝড়। ফলে ৫
উইকেট হারালেও ৪৭ ওভার ৩ বলেই ম্যাচ শেষ করে ফেলে ইংল্যান্ড। ৮৫ বলে ১২৪ রান করে অপরাজিত
থাকেন লিভিংস্টোন। আগামী ৫ নভেম্বর বার্বাডোজে হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ।